সোশ্যাল মিডিয়াতে ওড়িশার ট্রেন দুর্ঘটনার আবহে বেশকিছু দাবি ভাইরাল হয়েছে যেমন কোথাও বলা হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনি প্রত্যেক পরিবারের জন্য ৬০ কোটি টাকা দিয়েছেন যারা তাদের পরিবারের লোকদের এই দুর্ঘটনায় হারিয়েছে, আবার কোথাও দাবি করা হয়েছে এই বালাসোরের দুর্ঘটনা ছক কোষে করা হয়েছে। আজকের Weekly Wrap এ জানুন এসব দাবির সত্যতা।

সুইডেনে যৌনতা খেলা রূপে স্বীকৃতি পেয়েছে? জানুন সত্যতা
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সুইডেনে যৌনতা খেলা রূপে স্বীকৃতি পেয়েছে এই খবরটি ভুল। যৌনতাকে খেলার রূপে তকমা দেওয়ার বিষয়টিকে দেশের জাতীয় ক্রীড়া সঙ্ঘের থেকে নাকচ করা হয়েছে ।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃতের পরিবারদের ৬০ কোটি টাকা আর্থিক সাহায্য দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি?
ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃতের পরিবারদের ৬০ কোটি দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি এই দাবিটি আমাদের অনুসন্ধানে ভুয়ো প্রমাণিত হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

বাংলাদেশের ইসলামী সংগঠনের রাস্তা অবরোধ করার পুরোনো ঘটনা সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী মোদির সরফরকে ঘিরে বাংলাদেশের ইসলামী সংগঠনের রাস্তা অবরোধ করার পুরোনো ঘটনা সোশ্যাল মিডিয়াতে বিভ্রন্তিকর দাবি সমেত ছড়ালো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনাস্থলের পাশে অবস্থিত ইস্কন মন্দিরকে মসজিদ বলে চালানো হলো সামাজিক মাধ্যমে
আমাদের অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে বলা যেতে পারে সোশ্যাল মিডিয়াতে ওড়িশার বালাসোরে তিনটি ট্রেনের একসাথে একসাথে দুর্ঘটনা যেখানে ঘটেছে সেখানেই কিছু দূরে রয়েছে মসজিদ এই দাবিটি ভুল। ইস্কন মন্দিরের অর্ধেক ছবিক করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার আবহে সাম্প্রদায়িক দাবি সমেত ছড়িয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

বালাসোরে রেল দুর্ঘটনার আবহে রেললাইনে পাথর রাখার ভাইরাল এই ভিডিওটির সত্যতা জানুন
রেললাইনে পাথর রাখার এই ঘটনাটি ২০১৮ সালের কর্ণাটকের দেবনগরের। কর্ণাটকের কালাবুরগী রেলস্টেশনের এই ঘটনাটি ওড়িশার ট্রেন দুর্ঘটনার আবহে পুনরায় ছড়িয়েছে বিভ্রান্তিকর দাবি নিয়ে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।