Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
বাংলাদেশের (Bangladesh) নবীনগরে এক দম্পতি-সহ দুই শিশুকে হত্যা করেছে মৌলবাদীরা। নিহতরা হিন্দু (Hindu) ছিলেন।
ভাইরাল ভিডিয়োতে বাংলাদেশে (Bangladesh) হিন্দু (Hindu) পরিবারের চারজনকে খুনের যে দাবিটি করা হয়েছে, সেটি ভুয়ো। আসলে পরিবারের সকলে মুসলমান।
সোশ্যাল মিডিয়ায় একটি নৃশংস ভিডিয়ো পোস্ট করে অনেকেই দাবি করেছে যে, বাংলাদেশের (Bangladesh) নবীনগরে এক দম্পতি-সহ দুই শিশুকে হত্যা করেছে মৌলবাদীরা। নিহতরা হিন্দু (Hindu) ছিলেন।

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালে, International Journal for Multidisciplinary Research-এর একটি জার্নালে একই ফ্রেম-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বাংলাদেশে (Bangladesh) হাসিনা (Sheikh Hasina) সরকার পতনের পর সোশ্যাল মিডিয়ায় যে যে ভুয়ো খবর ছড়িয়েছিল, সেই বিষয়ে প্রকাশিত ওই জার্নালের শিরোনাম ছিল- “From Social Media to Global Misinformation: The Role of Citizen Journalism and Photojournalism in the Spread of False News Amid the Bangladesh Crisis: A Case Analysis”।
ওই জার্নালে দেওয়া তথ্য অনুযায়ী, ভাইরাল ভিডিয়োটিতে যে পরিবারটিকে দেখা যাচ্ছে, তাঁরা হিন্দু নন, একটি মুসলমান পরিবার। নিহতদের নাম- সোহাগ মিঁয়া, জানাতুল বেগম, ফারিয়া ও ফায়িমা। ২০২৪ সালের ২৮ জুলাই, বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার নবীনগর এলাকায় পরিবারের এই চারজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।



২৮ জুলাই, ২০২৪ সালে, Kaler Kantho-র ওয়েবসাইটে প্রকাশিত খবরানুযায়ী, ওই ঘটনায় পুলিশের অনুমান করেছিল যে, পারিবারিক কলহের কারণে সোহাগ মিয়া প্রথমে স্ত্রী-সন্তানদের হত্যা করেছিলেন এবং পরে নিজেও আত্মহত্যা করেছিলেন।
Independent Television-এর ইউটিউব চ্যানেলও একই খবর প্রকাশিত হয়েছিল।
এছাড়া Newschecker-এর বাংলাদেশের প্রতিনিধি রিফাত মাহমাদুলও নিশ্চিত করেছেন যে, ভাইরাল ভিডিয়োটিতে যাদের দেখা যাচ্ছে, তাঁরা সকলেই মুসলমান।
এখান থেকে স্পষ্ট যে ভাইরাল ভিডিয়োতে বাংলাদেশের হিন্দু পরিবারের চারজনকে খুনের যে দাবিটি করা হয়েছে, সেটি ভুয়ো। আসলে পরিবারের সকলে মুসলমান।
Sources
Report by International Journal for Multidisciplinary Research
Report by Kaler Kantho
Tanujit Das
November 21, 2025
Tanujit Das
November 14, 2025
Tanujit Das
November 7, 2025