রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: ওয়ানাডে প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়নে ইসলামিক পতাকার দাবিতে সোশ্য়াল মিডিয়ায় ছড়ালো...

Fact Check: ওয়ানাডে প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়নে ইসলামিক পতাকার দাবিতে সোশ্য়াল মিডিয়ায় ছড়ালো পুরনো ভিডিয়ো

Claim: ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বডঢ়ার মনোনয়ন জমা দেওয়ার মিছিলে উড়ল ইসলামিক পতাক।

Fact: ভাইরাল ভিডিয়োটি ২০১৯ সালের এবং সেটি কেরলের কাসারগোড লোকসভা কেন্দ্রের। পতাকাগুলি আসলে কংগ্রেসের জোট সঙ্গী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের ছিল।

ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বডঢ়া। এরপর থেকে সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ঘুরছে, যেখানে অসংখ্য় মানুষকে সবুুজ পতাকা হাতে দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিয়োটিকে প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়ন জমা দেওয়ার সময়কার মিছিল দাবি করে ছড়ানো হচ্ছে।

৪৫ সেকেন্ডের ওই ভিডিয়োটি পোস্ট করে একজন ফেসবুকে লিখেছেন, “বেগম প্রিয়াঙ্কা খাতুন দুঃখিত প্রিয়াঙ্কা ভাদ্রা লাহোর থেকে মনোনয়ন জমা দিয়েছেন, দুঃখিত ওয়েনাড থেকে মনোনয়ন জমা দিয়েছেন। ভাই, প্রিয়াঙ্কা ভাদ্রার সমর্থনে সমাবেশের ভিডিও দেখার পর, আমি বিশ্বাস করতে পারিনি যে ভারতের ওয়েনাড থেকে মনোনয়ন দাখিল করা হয়েছে। তেরঙাও নয়, কংগ্রেসের পতাকাও নয় সবুজ পতাকা শুধুমাত্র এবং শুধুমাত্র ইসলামী আন্দোলনের হাতে।” (পোস্টের কোনও বানান পরিবর্তন করা হয়নি)

Fact Check/ Verification

নিউজচেকার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ও, একই ভিডিয়োর তদন্ত করেছিল। তখনও সেটি ওয়ানাডের বলেই সোশ্য়াল মিডিয়ায় ছড়ানো হয়েছিল।

ভিডিয়োটি খুব মনোযোগ দিয়ে শোনার পর বোঝা যায় যে, সতীশচন্দ্রন এবং উন্নিথানের নামে স্লোগান দেওয়া হচ্ছে। গুগলে সেই সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করলে, The Hindu-র ওয়েবসাইটে সেই সম্পর্কিত প্রতিবেদন দেখতে পাওয়া যায়। যেখানে বলা হয় যে, কংগ্রেস প্রার্থী রাজমোহন, উন্নিথান ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কেরলের কাসারগোড লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন। আমরা আরও দেখতে পাই যে, ভিডিয়োতে দেখতে পাওয়া পতাকাগুলি আসলে কংগ্রেসের জোট সঙ্গী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের।

২০১৯ সালের ২৫ মে ভিডিয়োটি এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছিলেন এক ব্য়বহারকারী।

এছাড়া, ভাইরাল ভিডিয়োতে ‘আরমানা সিল্কস’ নামের একটি দোকান দেখতে পাওয়া যায়। Google Maps-তে উল্লিখিত দোকানটি সার্চ করলে দেখা যায় যে, সেটি কাসারগোডে অবস্থিত।

Conclusion

সুতরাং এখান থেকেই স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি ২০১৯ সালের এবং সেটি কেরলের কাসারগোড লোকসভা কেন্দ্রের। 

Result: False

Sources
Report by The Hindu
Google Maps

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular