সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রকের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা কেটি ছবি জেক উত্তরাখণ্ডের দাবি করা হয়েছে কিন্তু আদতে তা বাংলার। ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলিকে নিয়ে সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যমে ছড়িয়েছে ভুল খবর। রাজ্য সরকারের SKOCH AWARD নিয়ে পুরোনো খবর ফের ছড়িয়েছে এবং সাথে জানুন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ছেলের পুরোনো ছবি বর্তমানে ফের কি দাবি নিয়ে ছড়িয়েছে।

৩১টি প্রকল্পে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যসরকার ?
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল ৩১টি প্রকল্পে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যসরকার দাবিটি বিভ্রান্তিকর। রাজ্যসরকারের ৩১টি স্কচ পুরস্কার জেতার বিষয়টি ২০১৮ সালের যা বর্তমানে রাজ্যসরকারের স্কচ পুরস্কার পাওয়ার আবহে ছড়িয়েছে।

অন্ডাল বিমানবন্দরের ছবি উত্তরাখণ্ডের নামে ছড়ালো কেন্দ্রীয় বিমান মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে Udan অভিযানকে কেন্দ্র করে অন্ডাল বিমানবন্দরের ছবি উত্তরাখণ্ডের নামে ছড়ালো কেন্দ্রীয় বিমান মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া পোস্ট দ্বারা ফেসবুকে । উত্তরাখণ্ডের বিমানবন্দরের নামে পশ্চিমবঙ্গের অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের ছবি শেয়ার করা হয়েছে।

বন্দুক হাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছেলে গুন্ডা বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে বন্দুক হাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছেলে গুন্ডা বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তা ২০১৯ সালের যা বর্তমানে ভুল দাবি নিয়ে ভাইরাল।

ICC ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন সৌরভ গাঙ্গুলী ? মহারাজকে নিয়ে ছড়ালো বিভ্রান্তিকর খবর
আমাদের পর্যবেক্ষণের প্রমাণিত হয়েছে ICC ক্রিকেট কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন সৌরভ গাঙ্গুলী এই দাবিটি অর্ধেক সত্য। তিনি ICC পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান রূপে খুব শীঘ্রই নিযুক্ত হবেন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।