৩০শে ডিসেম্বর হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে শুরু হয় বন্দে ভারত ট্রেনের যাত্রা। যদিও কিছুদিনের মধ্যেই এই রাতের বন্দে ভারতের উপর পাথর ছোড়ার মতো ঘটনা সামনে এসেছে এবং সেই আবহে ফেসবুকে ট্রেনে হামলার কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে চেয়ারকার ট্রেনের বসার জায়গায় মেঝেতে ছড়িয়েছে রয়েছে টুকরো টুকরো কাচ। কোথাও আবার রক্তের বিন্দু দেখা যাচ্ছে।

ছবিগুলোকে শেয়ার করে দাবি করা হয়েছে এগুলো বন্দে ভারতের উপর হামলার ছবি। এই ছবিগুলো ফেসবুকে অনেকেই শেয়ার করেছে এই ছবিগুলো বন্দে ভারতের জানালার কাছে পাঠানোর ছোড়ার দৃশ্য। তথাগত রায়ও একই ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন – ‘ব্রিটিশ আমলে এরকম হলে ওই অঞ্চলে পিটুনি কর (punitive tax) বসানো হতো। কিন্তু এখন ? সামনে পঞ্চায়েত নির্বাচন ! তার উপর মালদা তো ‘শান্তিপ্রিয় জেলা’!
কিন্তু কালকেও যে এরকম হবে না তার কোনো গ্যারান্টি আছে কি ? নেই ? তাহলে বন্দে ভারত তুলে নেওয়াই ভালো নয় কি?’

Fact check / Verification
বন্দে ভারতের উপর হামলার নামে পুরুলিয়া এক্সপ্রেসে পাথর ছোড়ার ছবি ছড়ালো ফেসবুকে। প্রথমত ট্রেনের সিটে মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে থাকার যে ছবিগুলো ভাইরাল হয়েছে তা বন্দে ভারতের নয়। বন্দে ভারতের ট্রেনের বসার সিটের রং আলাদা। দিলীপ ঘোষ একই হামলার ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন একই দিনে বন্দে ভারত ও পুরুলিয়া এক্সপ্রেসের উপর পাথর হামলা চালানো হয়েছে।
এছাড়াও ফেসবুকে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা PURULIA-Purulia নামের ফেসবুক পেজার লিংক পাই এই ছবি সমেত। বন্দে ভারতের উপর হামলার নামে যে ছবি গুলো ছড়িয়েছে তা আসলে পুরুলিয়া এক্সপ্রেসের। পুরুলিয়া ফেসবুক পেজ থেকে এই ছবিগুলো দিয়ে ঘটনার কথা লেখা হয়েছে। পুরুলিয়া এক্সপ্রেস (12827) , কোচ নম্বর D3, প্যাসেঞ্জার সিট নম্বর 73 এ বসা এক যাত্রী ট্রেনের জানালায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পাথর ছোড়ার কারণে জানালার কাচ ভেঙে যায় এবং ওখানে বসা যাত্রীটির গুরুতর চোট লাগে। এই ঘটনাটি ফেসবুকে লিখেছেন প্রনবেশ সেন।
একই ঘটনার কথা রিপাবলিক বাংলার চ্যানেল থেকেও সম্প্রচারিত হয়েছে। ইউটিউব থেকে রিপাবলিক বাংলার গতকালের ভিডিও পাই যেখানে নিত্যদিন ট্রেনে যাতায়াত করা যাত্রীদের বন্দে ভারত ও পুরুলিয়া এক্সপ্রেসে পাথর হামলার ঘটনার প্রতিক্রিয়া জিজ্ঞেস করা হয়েছে।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে বন্দে ভারতের উপর হামলার নামে পুরুলিয়া এক্সপ্রেসে পাথর ছোড়ার ছবি ছড়ালো ভাইরাল হয়েছে। পুরুলিয়া এক্সপ্রেসে পাথর ছোড়ার পর এক যাত্রী আহত হয়েছেন। যদিও বন্দে ভারতে হামলার পর কোনো যাত্রীদের হতাহতের খবর সামনে আসেনি।
Result : False
Our Sources
Dilip Ghosh‘s Facebook post
Republic Bangla‘s YouTube video
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।