(এই প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker Hindi তে প্রকাশিত হয়েছে)
জাতীয় কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর একটি ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে ভারত জোড়ো যাত্রায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া মেয়েটিকে আলিঙ্গন করেছেন রাহুল গান্ধী। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে রাহুল গান্ধী একটি তরুণীকে আলিঙ্গন করছেন। মেয়েটির মাথায় ছোট করে চুল কাটা। এই মেয়েটিকে উদ্দেশ্যে করে বলা হয়েছে মেয়েটি অমূল্য নরোনহা আসাদউদ্দিন ওয়েসির জন সভায় পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দিয়েছিলো।
গত ৭ই সেপ্টেম্বর থেকে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ পদযাত্রা শুরু হয়েছে তা কন্যাকুমারী থেকে কাশ্মীরে পৌঁছে শেষ হবে। বতমানে দক্ষিণ ভারতে পদযাত্রায় রয়েছেন রাহুল গান্ধী।


Fact check / Verification
ভারত জোড়ো যাত্রায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া মেয়েটিকে আলিঙ্গন করেছেন রাহুল গান্ধী এই দাবিতে ভাইরাল হওয়া ছবিটির রিভার্স ইমেজ করার পর আমরা একটি টুইট পাই। K C Venugopal এর ২৪শে সেপ্টেম্বরের টুইটে রাহুলের ছবি এবং অমূল্যর ছবি দিয়ে বলা হয়েছে বিজেপির তরফ থেকে মিথ্যে খবর ছড়ানো হয়েছে। এর্নাকুলাম জেলার কংগ্রেসের সচিব মিস মিভা জলীর ছবিকে পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দেওয়া অমূল্যের নাম দিয়ে ব্যবহার করছে।
এই টুইট ছাড়াও আমরা অনুসন্ধান করি মিভা জলির কোনো সোশ্যাল মিডিয়া পেজ আছে কিনা যেখানে আসল ছবিটি পাওয়া যাবে। এই পর্যায়ে আমরা ওনার ফেসবুক পোস্ট পাই যেখানে তিনি রাহুল গান্ধীর সাথে আলিঙ্গনরত ছবিটি পোস্ট করেছেন। বর্তমানে এই ছবিটিকে ঘিরেই সোশ্যাল মিডিয়াতে দাবি করা হয়েছে ভারত জোড়ো যাত্রায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া মেয়েটিকে আলিঙ্গন করেছেন রাহুল গান্ধী।
ফেসবুকে ছাড়াও এই ছবিটি আমরা মিভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও পাই এমনকি রাহুল গান্ধীর ২১শে সেপ্টেম্বরের ফেসবুক পোস্টেও আমরা এই ছবিটি পাই।
ভারত জোড়ো যাত্রায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া মেয়েটিকে আলিঙ্গন করেছেন রাহুল গান্ধী ভুল দাবি
এখানে জানিয়ে রাখি অমূল্য নরোনহা কে যে পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দিয়েছিলো। ২০২০ সালে CAA এর বিরোধী বেঙ্গালুরুর একটি জনসভায় উপস্থিত ছিলেন AIMIM এর প্রধান ও হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েসি, এই মঞ্চে সবার সামনে মাইকে পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দিতে শুরু করে অমূল্য। তার মুখে এই স্লোগান শুনেই ওয়েসি সহ আরো কয়েক জন অমূল্যর দিকে তেড়ে যান এবং মাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তাতেও দমে যায়নি অমূল্য।
দৈনিক ভাস্করের রিপোর্ট অনুসারে ১৯ বছরের অমূল্যকে গ্রেপ্তার করা হয় এবংহ তার বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ আনা হয়। কিন্তু রাজ্যের তরফ থেকে নির্ধারিত সময়ের ভেতর অভিযোক পত্র আদালতে পেশ না ছেড়ে দেওয়া হয়।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে জাতীয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া মেয়েটিকে আলিঙ্গন করেছেন রাহুল গান্ধী এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তাতে রাহুলের সাথে মেয়েটি দক্ষিণ ভারতের এর্নাকুলাম জেলার কংগ্রেসের সচিব মিভা জলি। ছবিটিকে ঘিরে ভুল দাবি করা হয়েছে।
Result: False
Our sources
Tweet by Congress Rajyasabha MP KC Venugopal
Facebook & Instagram Post by Miva Jolly
Facebook Post by Rahul Gandhi on September 21, 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।