বছরের প্রথমদিন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামা মসজিদে নামাজ পড়েছে, National Geography ম্যাগাজিনে দেখা গেলো কৃষক আন্দোলনের ছোঁয়া, হিন্দু ধর্মের দেবদেবী নিয়ে কটূক্তি করার জন্য গ্রেপ্তার হলেন মুনাওয়ার ফারুকী,কৃষক আন্দোলনে ফের এর এক কৃষকের মৃত্যু হলো এবং সিন্ঘু বর্ডারে কৃষকদের সারি সারি তাঁবুর ছবি- এর সব দাবির পেছনে আসল সত্যি কি জানুন আমাদের আজকের প্রতিবেদনে।

বছরের প্রথম দিন অরবিন্দ কেজরিওয়াল দিল্লীর জামা মসজিদে নামাজ পড়লেন?
দিল্লীর প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ২০১৬ সালে পাঞ্জাবের পাটিয়ালায় রোজার অনুষ্ঠানে যোগ দেওয়া ও রোজা ভাঙার ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বিভ্রান্তিকর দাবি নিয়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পাবেন।

ফারুকীর নামে ভাইরাল ভিডিওর ব্যক্তিটি কি মুনাওয়ার ফারুকী?
সোশ্যাল মিডিয়াতে কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকীর নামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওতে যে ব্যক্তিতে দেখা যাচ্ছে তাকে ফারুকী বলে দাবি করলেও সে আসলে ফারুকীর বন্ধু সাদাকাত খান,যে ফারুকীর সাথে জেলে দেখা করতে যাচ্ছিলো।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পাবেন।

বর্ডারে পুনরায় আর এক আন্দোলনকারী কৃষকের আচমকা মৃত্যু হল?
সিন্ঘু বর্ডারে আন্দোলনকারী ইকবাল সিংহের হঠাৎ করে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে এবং সঙ্গে দাবি উঠেছে ফের বর্ডারে এর এক শিখের মৃত্যু হলো। কিন্তু প্রকৃত পক্ষে ইকবাল সিংহ রক্তচাপের সমস্যার জন্য জ্ঞান হারান এবং বর্তমানে তিনি চিকিৎসা পাওয়ার পর সুস্থ আছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পাবেন।

কৃষক আন্দোলনকে নিয়ে ছাপা হলো National Geography-র ম্যাগাজিনের প্রচ্ছদ?
আন্তর্জাতিক ম্যাগাজিন National Geography র সর্বশেষতম প্রচ্ছদ নিয়ে ভাইরাল হলো ভুল দাবি। একটি কল্পিত প্রচ্ছদের ছবিকে কৃষক আন্দোলনের সাথে জুড়ে ছড়ানো হলো সোশ্যাল মিডিয়াতে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পাবেন।

ভাইরাল সারি-সারি ছাউনির ছবি কি কৃষক আন্দোলনের?
২০১৩ সালের এলাহাবাদের কুম্ভমেলার ছবি রাজধানীর সিন্ঘু বর্ডারে চলতে থাকা কৃষক আন্দোলনের আবহে বিভ্রান্তিকর দাবি নিয়ে ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পাবেন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।