রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckReligionরাম মন্দির নির্মাণ বন্ধ না হলে বাংলায় একটাও মন্দির থাকবে না- এই...

রাম মন্দির নির্মাণ বন্ধ না হলে বাংলায় একটাও মন্দির থাকবে না- এই ধরণের কোনো মন্তব্য করেনি সিদ্দিকুল্লা

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

রাম মন্দিরের ভূমি পূজা ও শিলান্যাসের পর থেকে সোশ্যাল মিডিয়াতে হিন্দু ও মুসলিম বিরোধী পোস্ট ছেয়ে গেছে। কোথাও পুরোনো কোনো মন্তব্যকে নতুন আঙ্গিকে পেশ করা হচ্ছে তো কোথাও আবার রাম মন্দিরের ভুল ছবি ভাইরাল হচ্ছে। সম্প্রতি আমাদের নজরে একটি পোস্ট আসে যেখানে মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর বলেছেন যে রাম মন্দিরে হলে বাংলায় একটাও মন্দির অবশিষ্ট থাকবে না। 

Fact check / Verification

সিদ্দিকুল্লার নামে যে পোস্টটি ভাইরাল হয়েছে তাতে ABP আনন্দের নাম লেখা রয়েছে।  কিন্তু যে লোগোটি এখানে ব্যবহার করা হয়েছে তা ABP আনন্দের আসল লোগোর সাথে মিল খায় না। রাম মন্দির ভূমি পুজোর দিন ABP আনন্দের তরফ থেকে সিদ্দিকুল্লাকে নিয়ে কোনো খবর ছেপেছে কিনা জানার জন্য আমরা আমাদের অনুসদ্ধান শুরু করি।  


ABP আনন্দের তরফ থেকে ৬ই অগাস্ট সিদ্দিকুল্লাকে নিয়ে যে রিপোর্ট বের পেশ করা হয়েছিল সেখানে কোথাও ভাইরাল মন্তব্যের কোনো উল্লেখ নেই। তাদের রিপোর্ট অনুযায়ী অযোধ্যায় শেষ পর্যন্ত মসজিদই থাকবে, ভূমিপুজো করে ভুল করেছেন প্রধানমন্ত্রী– এই মন্ত্যব করেছেন সিদ্দিকুল্লা।  

ABP আনন্দের অনুযায়ী সিদ্দিকুল্লা বলেছেন সারা বিশ্ব জানে ওই স্থানে আগে মসজিদ ছিল, কি করে মসজিদ ভেঙে মন্দির হবে যা বুঝতে পারা  যাচ্ছে না। ভারতের হিন্দুদের জন্য যে দিনটি ইতিহাস রচনা করেছে , সেই দিনটিকে সিদ্দিকুল্লা বেদনাদায়ক, ব্যথার দিন বলে চিহ্নিত করেছেন। এর সাথে সাথে তিনি প্রধানমন্ত্রী কে আরএসএসের প্রতিনিধি বলেও কটাক্ষ করেছেন। ওনার মতে কেয়ামতের শেষ দিন পর্যন্ত ঐখানে মসজিদই থাকবে।



Zee ২৪ ঘন্টাANI এর  তরফ থেকে একটি রিপোর্ট পাই যেখানে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান সাজিদ রাশিদীর তফর থেকে।  তিনি বলেছেন যে ওখানে কোনো দিন মন্দির ছিল না, তাহলে মন্দির ভেঙে মসজিদ করার প্রশ্ন আসছে কোথা থেকে। বির্তকিত ঐ জমিতে মন্দির তৈরী করা হলেও ভবিষ্যতে মসজিদই হবে মন্দিরের জায়গায়। কিন্তু কোথাও সিদ্দিকুল্লার এই ধরণের মন্ত্যবের উল্লেখ আমরা পাইনি।  

Conclusion

মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চোধুরীর নামে ফেসবুকে রাম মন্দিরকে নিয়ে যে মন্তব্যটি ছড়িয়েছে তা আসলে ভুল।  সিদ্দিকুল্লা বাংলায় মন্দির থাকবে না রাম মন্দির হলে, এই ধরণের মন্তব্য করেননি। যদিও তিনি নিজের দুঃখ প্রকাশ করেছেন বাবরি মসজিদের জমির উপর রাম মন্দির স্থাপন করা নিয়ে।

Result: Misleading

Our sources

ANI tweethttps://twitter.com/ANI/status/1291252075871916037

ABP আনন্দ : https://bengali.abplive.com/news/aaj-focus-e/ram-mandir-bhumi-puja-minister-siddiqullah-chowdhury-slams-prime-minister-narendra-modi-724363

Zee ২৪ ঘন্টাhttps://zeenews.india.com/bengali/nation/muslim-leader-sajid-rashidi-threats-to-built-masjid-in-ayodhya_331274.html

Poristhiti Magazine Youtube videohttps://www.youtube.com/watch?v=Ygtetd–f1k&feature=emb_logo

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular