ফেসবুকে বাংলাদেশের ছয় লেনের কালনা সেতুর নামে একটি ব্রিজের ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে অর্ধ গোলাকৃতির একটি ব্রিজ যার গায়ে বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে। ছবিটির সাথে দাবি করা হয়েছে বাংলাদেশের দৃষ্টিনন্দন সেতু, কালনা সেতু যেটির কাজ ৯০ শতাংশ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই এই সেতুর উদ্বোধন হবে। সেতুটির ফলে ঢাকা থেকে খুলনার দূরত্ব ১২১কিলোমিটার কবে যাবে।


কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫শে জুন মাওয়া হয়ে পদ্মা সেতু পৌঁছোন এবং জন সাধারণের জন্য উন্মুক্ত করেন বাংলাদেশের দুই দশকের স্বপ্নের সেতুকে। জানা গিয়েছে ২০১০ সালে এই সেতুর নক্সা বা ব্লুপ্রিন্ট তৈরী হয় এবং পাকাপাকি ভাবে ২০১৪ সাল থেকে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হয়।
Fact check / Verification
বাংলাদেশের ছয় লেনের কালনা সেতুর নামে ফেসবুকে যে ব্রিজের ছবিটি ভাইরাল হয়েছে তার সত্যতা জানার জন্য আমরা ছবিটির রিভার্স ইমেজ করি। এই পর্যায়ে আমরা ‘russia crimea bridge’ লেখাটি দেখি এবং সাথে কিছু লিংক পাই।

The Guardian এর ২০১৮ সালের ১৫ই মের রিপোর্ট অনুসারে ইউক্রেনের থেকে ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার পর ২০১৮ সালের রাশিয়া প্রধান পুতিন রাশিয়া ও ক্রিমিয়ার মাঝে চার লেন বিশিষ্ট ১৯ কিলোমিটারের এই ব্রিজটির উদ্বোধন করেন যার নাম Kerch strait bridge . বলা হয়েছে রাশিয়ার সাথে ক্রিমিয়ার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করবে এই সেতুটি। খুব সহজে এবং অল্প সময়ে রাশিয়া থেকে যাত্রী, পণ্য, রেল পরিবহন পৌঁছে যাবে ক্রিমিয়াতে।

The Sun ও The Moscow Times এর রিপোর্টে ফেসবুকে বাংলাদেশের ছয় লেনের কালনা সেতুর নামে ভাইরাল ছবিটি দেখা যাচ্ছে যা আদতে রাশিয়া ও ক্রিমিয়ার মাঝে যোগসূত্র স্থাপন করেছে।

বাংলাদেশের ছয় লেনের কালনা সেতুর নামে ফেসবুকে ভাইরাল রাশিয়ার ক্রিমিয়া ব্রিজের ছবি
মিডিয়া রিপোর্ট ছাড়াও আমরা Russia’s MFA in Crimea নামের টুইটার পেজ থেকে ক্রিমিয়া ব্রিজের ছবি পাই। ১৪ই may ২০১৮ সালের এই টুইটে বলা হয়েছে রাশিয়া ও ইউরোপের সব থেকে লম্বা ব্রিজ ক্রিমিয়া সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল শুরু হবে ১৬ই মে থেকে।
অন্যদিকে বাংলাদেশের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ সেতু হতে চলেছে ৬ লেনের কালনা সেতু যা বাংলাদেশের নড়াইল-যশোহরকে যুক্ত করবে। সেতুটি খোলা হবে এই বছরের সেপ্টেম্বর মাসে।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে বাংলাদেশের ছয় লেনের কালনা সেতুর নামে যে ছবিটি ভাইরাল হয়েছে তা রাশিয়ার ক্রিমিয়া সেতু যেটি ২০১৮ সাল থেকে যোগাযোগের জন্য খুলে দেওয়া হয়েছে।
Result: False
Our sources
Russia’s MFA in Crimea official tweet
The Sun report
The Guardian report
The Moscow Times report
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।