রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkঅসম ও সিলেটের বন্যার আবহে ছড়ালো দুই বছর পুরোনো তিনসুকিয়ার ব্রিজ ভেঙে...

অসম ও সিলেটের বন্যার আবহে ছড়ালো দুই বছর পুরোনো তিনসুকিয়ার ব্রিজ ভেঙে পরার ভিডিও 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সোশ্যাল মিডিয়াতে অসম ও সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়েছে। সম্প্রতি এমনই একটি ভিডিও আমাদের সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে স্বল্পদৈর্ঘ্যের একটি সিমেন্টের ব্রিজ জলের চাপে ভেঙে পড়েছে। ব্রিজের একটি কোনায় ভাঙ্গন ধরার পর সেটি ধীরে ধীরে সম্পূর্ণ ব্রিজটিকে গ্রাস করে ফেলে। নিমেষের মধ্যেই সম্পূর্ণ ব্রিজটি জলের মধ্যে হারিয়ে যায়। 

এই ব্রিজ ভাঙার ভিডিওটিকে পোস্ট করে লেখা হয়েছে ‘দলং_টা_ভেঙে_গেলো…’ 

তিনসুকিয়ার ব্রিজ ভেঙে পরার image 1
Courtesy: Facebook / mousumitv
Courtesy: Facebook / ItZ-Omar-NsN-106632391875292

একই ভিডিওকে সিলেট জেলার দাবি করা হয়েছে। বাংলাদেশের সিলেট জেলায় সুরমা ও কুশিওয়ারা নদীর জলের চাপ বৃদ্ধি পাওয়ার জন্য সিলেটের বিভিন্ন জায়গায় বন্যা শুরু হয়েছে। সহায় সম্বল টুকু নিয়ে কোনো মতে দিনগুজরান করেছেন সিলেটের মানুষ। 

তিনসুকিয়ার ব্রিজ ভেঙে পরার image 2
Courtesy: Facebook

Fact check / Verification 

স্বল্পদৈর্ঘ্যের ব্রিজ ভেঙে পড়ার যে ভিডিওটি অসম (Assam flood) ও সিলেটের বন্যার আবহে ভাইরাল হয়েছে সেটি আসলে কোথাকার ঘটনা জানার জন্য ভিডিওটিকে InVid এর মাধ্যমে কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে গুগল রিভার্স ইমেজ করি। সাথে আমরা ‘Assam tinsukia’ কথাটি দেখি। 

তিনসুকিয়ার ব্রিজ ভেঙে পরার image 3
Screenshot of Google reverse image

এই পর্যায়ে আমরা ২০২০ সালের জুন মাসের ANI এর লিংক পাই। ANI এর ২৪শে জুন ২০২০ সালের রিপোর্টে বলা হয়েছে অসমের তিনসুকিয়ার ডুমডুমা- বাঘজান রাস্তার একটি ব্রিজ ভেঙে পরে। তবে এই ব্রিজের কারণে কেউ হতাহত হয়নি। ANI এর রিপোর্টে আমরা বা ব্রিজের ছবিটি পাই। 

তিনসুকিয়ার ব্রিজ ভেঙে পরার image 4
Courtesy: ANI

আরো পড়ুন: অসমে বন্যার জেরে ভেঙে পড়লো ব্রিজ – সোশ্যাল মিডিয়াতে অসমের বন্যার আবহে ছড়ালো অপ্রাসঙ্গিক ভিডিও 

ANI ছাড়াও আমরা East Mojo র রিপোর্ট তিনসুকিয়ায় ব্রিজ ভেঙে পরার। তিনসুকিয়ার ডিএসপি বিতুল চেতিয়া ওনার সহকর্মীদের সামনে এই ভয়ানক ঘটনাটি ঘটে। ডিএসপি জানিয়েছেন পুলিশের গাড়িটি এই ব্রিজটির মাঝে দাঁড়ানো ছিল। কিন্তু হটাৎ ব্রিজের একটি দিকে ফাটল শুরু হয় এবং কিছুক্ষনের মধ্যেই পুরো ব্রিজটি জলের গ্রাসে চলে যায়। তিনি ও গাড়ির চালক কোনো কোনো মতে গাড়ি নিয়ে নিরাপদ স্থানে সরে আসেন। তিনসুকিয়ার ডিসপি জানিয়েছেন এই ধরণের ঘটনা তিনি কখনই চোখের সামনে দেখেননি। দুইদিন ধরে লাগাতার বর্ষণের কারণে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। 

তিনসুকিয়ার ব্রিজ ভেঙে পরার image 5
Courtesy: East Mojo

দুই বছর পুরোনো তিনসুকিয়ার ব্রিজ ভেঙে পরার ভিডিও অসম ও সিলেটের বন্যার আবহে ভাইরাল 

কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা ফেসবুকেও ২৪শে জুন ২০২০ সালে অসমের তিনসুকিয়ার ব্রিজ ভেঙে পরার কিছু ভিডিও পেয়েছি। 

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে অসমের তিনসুকিয়ার ব্রিজ ভেঙে পরার ভিডিও অসম ও সিলেটের বন্যার আবহে ভাইরাল হয়েছে। ২০২০ সালে তিনসুকিয়া জেলায় লাগাতার বর্ষণের কারণে ডুমডুমা-বাঘজানের রোডের একটি ব্রিজ ভেঙে পরে যা বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে।

Result: False context / False

Our sources

ANI report published on 24June 2020
East Mojo report published on 25 June 2020


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular