রাজধানীর রাজপথে কৃষি বিলের বিরোধিতাকে কেডির করে হলো পুরোনো ছবি ,ওয়েইসি ও স্মৃতি ইরানির ২০১৬ সালের ছবি, কলকাতার পৌরসভার কর্মী নিয়োগের একটি ফর্ম নিয়ে ছড়ালো বিভ্রান্তি। সপ্তাহের সেরা পাঁচটি ফ্যাক্ট -চেক পড়ুন মাত্র পাঁচ মিনিটে।

বিজেপি ও মিম জোটবদ্ধ?
বিজেপির অমেঠীর এমপি ও দেশের টেক্সটাইল, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের প্রধান স্মৃতি ইরানি ও হায়দ্রাবাদের অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাউদ্দিন ওয়েইসির ২০১৬ সালের পাওয়ারলুম সংক্রান্ত মিটিংয়ের ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল।
সম্পূর্ণ আর্টিকেলটি জানুন এখানে।

২০২১ এর মাধ্যমিক ,উচ্চমাধ্যমিকের তারিখ ঘোষণা করা হয়েছে?
সোশ্যাল মিডিয়া ও হোয়াট্সঅ্যাপে ভাইরাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ২০২১ সালের পরীক্ষার তারিখ ও রুটিন আসলে জাল। পশ্চিমবঙ্গের মধ্য ও উচ্চশিক্ষা পর্ষদ থেকে ২০২১ সালের পরীক্ষার চূড়ান্ত তারিখ বা রুটিন এখনো প্রকাশ করেনি।
সম্পূর্ণ আর্টিকেলটি জানুন এখানে।

কৃষক আন্দোলনে আহত হলেন অবসর প্রাপ্ত সেনানীর?
ভারতীয় অবসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেন পৃথপাল সিংহ ধিল্লনের ছবি বিভ্রান্তিকর দাবি নিয়ে ভাইরাল হয়েছে সর্বত্র। কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে পুলিশের সাথে হাতাহাতিতে আহত এক কৃষকের ছবিকে ক্যাপ্টেন ধিল্লনের নাম দিয়ে ছড়ানো হলো সোশ্যাল মিডিয়াতে।
সম্পূর্ণ আর্টিকেলটি জানুন এখানে।

রাতের রাস্তায় বসে চাষীদের আন্দোলন করার ছবি কি এখনকার?
২০১৮ সালের মুম্বাই কিষান লং মার্চের ছবি ২০২০ র কৃষি বিলের বিরোধী আন্দোলনের আবহে ভাইরাল হলো।
সম্পূর্ণ আর্টিকেলটি জানুন এখানে।

কলকাতা পৌরসভার কর্মী নিয়োগে মুসলিম প্রার্থীরা ব্রাত্য?
সোশ্যাল মিডিয়াতে কলকাতা পৌরসভা কমিশনের ইন্টারনেট দ্বারা কর্মী নিয়োগের ২০ নম্বর বিজ্ঞাপন নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তির। বিজ্ঞাপনে মুসলিম প্রার্থী কাম্য নয় বলে উল্লেখ করা হয়েছে কিন্তু এর পেছনে প্রকৃত কারণ হলো শ্মশান ঘাট ও হিন্দু মৃতদেহ কবরের জন্য হিন্দু পরিবারের কর্মী প্রয়োজন। তাই এখানে মুসলিম প্রার্থীরা ব্রাত্য।
সম্পূর্ণ আর্টিকেলটি জানুন এখানে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।