Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: তৃণমূলের জন-সংযোগ যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল বাসের ছবি ছড়ালো ফেসবুকে
Fact: ছবিগুলোর মধ্যে একটির সাথেও অভিষেকের বা জন-সংযোগ যাত্রার কোনো সম্পর্ক নেই, ছবিগুলো ইন্টারনেটে অনেক আগে থেকেই উপস্থিত
ফেসবুকে কিছুদিন ধরে একটি বিলাসবহুল বাস ও তার অন্দরমহলের ছবি ঘুরছে যাকে ঘিরে দাবি করা হচ্ছে এটি অভিষেক ব্যানার্জীর বিলাসবহুল বাস যেটায় চেপে তিনি গ্রামে গ্রামে পঞ্চায়েত নির্বাচনের আগে জন-সংযোগ করবেন।
চারটি ছবির সাথে বলা হয়েছে কোনটি অভিষেকের শয়নকক্ষ, কোনটি তার বসার ঘর ও কোথায় রয়েছে স্নানের ব্যবস্থা। চোখ ধাঁধানো সেই সব ছবিকে ঘিরে দাবি বাংলার দরিদ্র মানুষদের হালহকিকতের খবর নিতে এই লিমুজিন বাসে করে যাবেন তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক অভিষেক ব্যানার্জী।
পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের নতুন উদ্যোগে শুরু হয়েছে জন-সংযোগ যাত্রা। গতকাল কোচবিহারের দিনহাটায় উপস্থিত হন অভিষেক, যেখানে তিনি বিএসএফের গুলিতে মৃত ব্যক্তিদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
অভিষেক ব্যানার্জীর বিলাসবহুল বাসের নামে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো বিভ্রান্তি, কারণ যে ছবিগুলোকে অভিষেকের বলে দাবি করা হচ্ছে তা ইন্টারনেটে অনেক আগে থেকেই রয়েছে।
ভাইরাল ছবির মধ্যে প্রথমে আমরা বাসের ছবিটির রিভার্স ইমেজ করি। ‘commercial vehicle’ এই লেখাটি আমরা দেখি এবং সাথে বাসের ছবিও পাই। ZeeBusiness এর ওয়েবসাইটে এই বাসের ছবিটি ২০২২ সালের ১৭ই অগাস্টে দেওয়া হয়েছে।
বিশ্রাম কক্ষের ছবিটি বিখ্যাত আন্তর্জাতিক গায়িকা টেইলর সুইফটের ট্যুর বাসের ছবি। New York Post এ ২০২০ সালের ২৪শে অগাস্ট টেইলরের পুরোনো বাসের ছবি দিয়ে বলা হয়েছে বিলাসবহুল এই বাসে এক রাত্রিযাপনে খরচ হতে পারে ২হাজার ডলার।
বাসের স্নানাগারের ছবিটি ২০২৩ সালের ২৩শে জানুয়ারি ZeeNews এর রিপোর্টে পাই। ভারতে ভলভো ৯৬০০ বাসে বসার চেয়ার থেকে শুরু করে চালকের স্থান এমনকি বাথরুমও বিলাসব্যসনে পূর্ণ। ভলভো ৯৬০০ বাসের বাথরুমের ছবি অভিষেকের লিমুজিন বাসের নামে ফেসবুকে ছড়িয়েছে।
অভিষেকের জমকালো বসার জায়গার ছবিটি জাকজমকপূর্ণ তারকাদের ট্যুর বাসের অন্দরমহলের ছবির। ছবিটি আমরা wtxnews.com থেকে ২০২১ সালের রিপোর্টে পাই।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে অভিষেক ব্যানার্জীর বিলাসবহুল বাসের নামে অনেক আগে থেকেই ইন্টারনেটে উপস্থিত জাকজমকপূর্ণ বাসের ছবি ছড়িয়েছে।
Our Sources
Zee Business report published on 17 August 2022
WTXNEWS report from 2021
New York Post report published on 24 August 2020
Zee News report from 23 Jan 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
July 12, 2025
Tanujit Das
July 7, 2025
Tanujit Das
June 24, 2025