শনিবার, নভেম্বর 2, 2024
শনিবার, নভেম্বর 2, 2024

HomeFact Check৪ বছর পর পুলওয়ামা হামলা দিবসের দিন ফের অপ্রাসঙ্গিক হামলার ভিডিও ছড়ালো...

৪ বছর পর পুলওয়ামা হামলা দিবসের দিন ফের অপ্রাসঙ্গিক হামলার ভিডিও ছড়ালো সোশ্যাল মিডিয়ায়

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

( প্রতিবেদনটি Newschecker Hindiতে প্রকাশিত হয়েছে)

Claim

২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারির পুলওয়ামায় ভারতীয় সেনাদের উপর আক্রমণের ভিডিও

পুলওয়ামা হামলা দিবসের imge 1
Courtesy: Facebook/BoswajitSarkar

Fact

পুলওয়ামা হামলা দিবসের চতুর্থ বর্ষে ফেসবুকে একটি বিস্ফোরণের ভিডিও ভাইরাল হয়েছে যাকে ২০১৯ সালের ফেব্রুয়ারির ১৪ তারিখে ভারতীয় জওয়ানদের উপর জঙ্গি হামলার বলা হয়েছে। এই হামলায় ৪০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। ভাইরাল ভিডিওতে একটি চলন্ত গাড়িতে ভয়ানক বিস্ফোরণ চোখে পড়ছে। 

ভাইরাল এই ভিডিওটির থেকে কিফ্রেম বের করে নিয়ে রিভার্স ইমেজ করার পর 1291Helvetia নামের একটি ইউটিউব চ্যানেল পাই যেখান এই ভিডিওটি পাই। ২০০৮ সালের ৬ই মার্চ এই ভিডিওটিকে এই চ্যানেলে আপলোড করা হয়েছিল। 

পুলওয়ামা হামলা দিবসের image 2

কীওয়ার্ড দিয়ে খোঁজার পর মিডিয়া রিপোর্ট পাই যেখানে বলা হয়েছে ২রা ডিসেম্বরে ২০০৭ সালে ইরাকের বাগদাদের ক্যাম্প তাজীতে বিস্ফোরণের কথা বলা হয়েছে। 

Reddit ও আমরা একটি ভিডিও পাই যেখানে এক ইউসার একে ইরাকের বাগদাদের ভিডিও বলেছেন। 

পুলওয়ামার হামলার আসল ছবির সাথে যখন আমরা এই ভাইরাল ভিডিওটির তুলনা করি তখন বেশকিছু অমিল খুঁজে পাই। 

অর্থাৎ ২০০৮ সালের ইরাকের বাগদাদে হামলার ভিডিও পুলওয়ামা হামলার আবহে ছড়িয়েছে। 

Result : False

Our Sources

Video Uploaded By A Channel 1291Helvetia Captioned Video of Car Bomb Uploaded On 6 March 2008
Reddit Video Posted On 23 July 2012
News report Published by McClatchy On 2 September 2007


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular