Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
( প্রতিবেদনটি Newschecker Hindiতে প্রকাশিত হয়েছে)
২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারির পুলওয়ামায় ভারতীয় সেনাদের উপর আক্রমণের ভিডিও

পুলওয়ামা হামলা দিবসের চতুর্থ বর্ষে ফেসবুকে একটি বিস্ফোরণের ভিডিও ভাইরাল হয়েছে যাকে ২০১৯ সালের ফেব্রুয়ারির ১৪ তারিখে ভারতীয় জওয়ানদের উপর জঙ্গি হামলার বলা হয়েছে। এই হামলায় ৪০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। ভাইরাল ভিডিওতে একটি চলন্ত গাড়িতে ভয়ানক বিস্ফোরণ চোখে পড়ছে।
ভাইরাল এই ভিডিওটির থেকে কিফ্রেম বের করে নিয়ে রিভার্স ইমেজ করার পর 1291Helvetia নামের একটি ইউটিউব চ্যানেল পাই যেখান এই ভিডিওটি পাই। ২০০৮ সালের ৬ই মার্চ এই ভিডিওটিকে এই চ্যানেলে আপলোড করা হয়েছিল।

কীওয়ার্ড দিয়ে খোঁজার পর মিডিয়া রিপোর্ট পাই যেখানে বলা হয়েছে ২রা ডিসেম্বরে ২০০৭ সালে ইরাকের বাগদাদের ক্যাম্প তাজীতে বিস্ফোরণের কথা বলা হয়েছে।
Reddit ও আমরা একটি ভিডিও পাই যেখানে এক ইউসার একে ইরাকের বাগদাদের ভিডিও বলেছেন।
পুলওয়ামার হামলার আসল ছবির সাথে যখন আমরা এই ভাইরাল ভিডিওটির তুলনা করি তখন বেশকিছু অমিল খুঁজে পাই।
অর্থাৎ ২০০৮ সালের ইরাকের বাগদাদে হামলার ভিডিও পুলওয়ামা হামলার আবহে ছড়িয়েছে।
Our Sources
Video Uploaded By A Channel 1291Helvetia Captioned Video of Car Bomb Uploaded On 6 March 2008
Reddit Video Posted On 23 July 2012
News report Published by McClatchy On 2 September 2007
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Kushel Madhusoodan
September 2, 2025
Tanujit Das
October 6, 2025
Tanujit Das
September 27, 2025