(এই প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker English এ প্রকাশিত হয়েছে )
Claim
সোশ্যাল মিডিয়াতে এক কিশোরী মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে একসঙ্গে ১৫জন দেশ নায়কদের ছবি এক সাথে আঁকায় গিনিস বুকে নাম উঠেছে উত্তরপ্রদেশের নূরজাহানের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে উঃ প্রদেশের বদায়ূন জেলার নূরজাহান একটি কাঠের চৌকো খাঁচা তৈরী করে প্রতিটি বিন্দুতে পেন বেঁধে একই সময়ের মধ্যে কাগজের উপর নেতাজী সুভাষ, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, সুখদেব, ভগৎ সিংহ, স্বামী বিবেকানন্দের মতো আরো অনেক মনীষী, স্বাধীনতা সংগ্রামে প্রাণ বিসর্জন করা বিপ্লবীদের ছবি আঁকছে।

ভাইরাল ভিডিওতে মেয়েটির সম্পর্কে বিবরণ দেওয়ার সাথে সাথে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের লোগো দেখা যাচ্ছে।
Fact
সঠিক কোনো তথ্য নেই:
গুগলে Noorjahan Guinness World Record এই ধরণের কীওয়ার্ড দিয়ে খোঁজার পরেও আমরা কোনো মিডিয়া রিপোর্ট পাইনি যেখানে বলা হয়েছে একসঙ্গে ১৫জন দেশ নায়কদের ছবি এক সাথে আঁকায় গিনিস বুকে নাম উঠেছে নূরজাহানের।
গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটেও এই তথ্য নেই:
এরপর আমরা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে নূরজাহান ও ছবি আঁকা নিয়ে অনুসন্ধান করলেও কোনো সঠিক তথ্য পাইনি। এমনকি এই ওয়েবসাইটের ‘Art & Craft’ বিভাগও আমরা ভালো করে পর্যবেক্ষণ করি। এখানেও নূরজাহান ও তার ছবির কোনো উল্লেখ নেই।

নূরজাহানের Facebook ও Instagram অ্যাকাউন্ট দেখি কিন্তু সেখানেও আমরা তেমন উল্লেখযোগ্য কোনো তথ্য পাইনি।
নূরজাহান এই খ্যাতি অর্জনের বিষয়টি অস্বীকার করেছে
অনুসন্ধানে আমরা একটি ইউটুউব ভিডিও পাই যেখানে নূরজাহানের ভাইরাল ভিডিওটিকে ২৭শে অক্টোবরে আপলোড করা হয়েছিল। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে ‘১৫টি ছবি একে বিশ্ব রেকর্ড গড়লো / এক হাত দিয়ে ১৫টি ছবি’ . এখানে আমরা নূরজাহানকে বলতে শুনি সে ছোট থেকেই আঁকতে ভালোবাসে। তার বরাবরের ইচ্ছা ছিল যে যেন নিজের এই প্রতিভা দিয়ে দেশের জন্য কিছু করতে পারে। কিন্তু এখনো কোথাও সে বলেনি সে বিশ্ব রেকর্ড গড়েছে বা তার নাম গিনিস বুকে অন্তর্ভুক্ত হয়েছে।
এরপর Newschecker এর পাঞ্জাবি টীম নূরজাহানের শিক্ষক অজয় মিনার সাথে যোগাযোগ করে পুরো ঘটনাটি জানতে চায়। কিন্তু ওনার তরফ থেকে আমরা কোনো উত্তর পাইনি। যদিও নূরজাহান নিজেই বলছে’ আমি যতদূর জানি স্যার গিনিস বুকে আমরা নামের জন্য আবেদন জমা করেছেন। কিন্তু আমি এটা কোথাও বলিনি যে আমি সেই স্বীকৃতি পেয়েছি’ .
আমরা গিনিস বুকের সাথে যোগাযোগ করি এই বিষয়টির সম্পর্কে জানার জন্য। কিন্তু এখনো পর্যন্ত ওনাদের তরফ থেকে কোনো উত্তর পাইনি। কোনো রূপ উত্তর পেলে আমরা আমাদের প্রতিবেদনে তা উল্লেখ করবো।
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফেসবুকে আমরা কিছু পোস্ট পাই যেখানে সোশ্যাল মিডিয়াতে ব্যবহারকারীরা এই ভিডিওএটিকে জাল বলেছে। তাদের মতে নূরজাহান সম্পূর্ণ মিথ্যা বলছে। এক হাত দিয়ে একই সময়ে ১৫টি আলাদা ছবি আঁকা সহজ বিষয় নয়। যদিও আমরা এই সত্যতা যাচাই করিনি।
এই ভাবে আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে একসঙ্গে ১৫জন দেশ নায়কদের ছবি এক সাথে আঁকায় গিনিস বুকে নাম এখনো ওঠেনি। যদিও আমরা নূরজাহানের শিক্ষকের তরফ থেকে কোনো সঠিক উত্তর পাই যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে গিনিস বুকের লোগো কোনো ভাবে বসানো হয়েছে কিনা।
Result : Partly False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।