Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.
Claim: ধনকুবের গৌতম আদানির সপক্ষে থাকার কারণে আরব আমিরশাহির ব্যাঙ্ক অফ বরোদায় নিজেরদের খাতা বন্ধ করার জন্য ভিড় করেছে গ্রাহকরা
Fact: আরব আমিরশাহির আল অইন ব্রাঞ্চ বন্ধ হয়ে যাওয়ার কারণে গ্রহকরা নিজেদের অ্যাকাউন্ট বন্ধ করেছে। এই পদক্ষেপের সাথে আদানির কোনো সম্পর্ক নেই।
ব্যাঙ্ক অফ বরোদার CEO সঞ্জীব চাধা, যখন থেকে জানিয়েছেন আদানির পক্ষেই থাকবে ব্যাঙ্ক, তখন থেকে সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে উঠেছে। এই বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি যেহেতু ব্যাঙ্ক আদানি পক্ষে রয়েছে তাই আরব আমিরশাহির ব্যাঙ্ক অফ বরোদার সমস্ত খাতা বন্ধ করতে শুরু করেছে ব্যাংকের গ্রাহকরা।
ভাইরাল দাবিতে বলা হয়েছে “Bank of Baroda- Al Ain Branch, UAE Massive crowds queueing up outside Bank of Baroda. No not to withdraw or deposit money. To close their account with BoB after the Adani scam and the statement by its chief that BoB will still fund Adani Cos,”
টুইটার বাদে ফেসবুকেও এই দাবি ভাইরাল হয়েছে –
Fact check / Verification
আদানির সাথে সহাবস্থানের জন্য ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকরা অ্যাকাউন্ট বন্ধ করেছে ভাইরাল এই দাবিটির সত্যতা যাচাই করার জন্য আমরা গুগলে ‘Bank Of Baroda’ ‘Al Ain branch’ লিখে খোঁজার পর বেশকিছু তথ্য পাই যা প্রমান দেয় আদানি স্বপক্ষে থাকার জন্য ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট বন্ধ করছে না।
Money Control এর একটি রিপোর্ট পাই যেখানে বলা হয়েছে আগের বছরেই ঘোষণা করা হয়েছিল আরব আমিরশাহির আল অইন থেকে ব্যাঙ্ক অফ বরোদার ব্রাঞ্চ বন্ধ করা হবে। গ্রাহকদের নিশ্চিত করার জন্য ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে এই ব্রাঞ্চের চালু খাতার গ্রাহকরা আবু ধাবির ব্রাঞ্চ থেকে সমস্ত লেনদেন করতে পারবেন। অর্থাৎ ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ করার ভাইরাল দাবিটি সঠিক নয়।
আরো জানানো হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে যে এই ঘটনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর দাবি ছড়িয়েছে, তাতে কান দেবেন না।
ANI এর প্রকাশিত রিপোর্টেও আমরা একই তথ্য পাই।
সোশ্যাল মিডিয়াতে ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আসল ঘটনা জানিয়ে ফেসবুক ও টুইটারে ছড়ানো দাবি নস্যাৎ করেছে। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে গত বছরেই আল অইন শাখাটিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য আরব আমিরশাহির জাতীয় ব্যাঙ্কের সাথে আলোচনা করে অনুমতিও নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি ২০/১/২০২৩ এ জানানো হয়েছে মার্চের ২০ তারিখের পর থেকে এই শাখার সমস্ত কাজ, লেনদেন বন্ধ হয়ে যাবে। এই ব্রাঞ্চের গ্রাহকরা অনুগ্রহ করে তাদের অ্যাকাউন্ট সম্পর্কিত প্রয়োজনীয় কাজ সেরে নিন। আর থাকার করে এই ব্রাঞ্চ বন্ধ হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে বিভ্রান্তিকর ও মিথ্যে দাবি ছড়িয়েছে তাতে বিশ্বাস করবেন না।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে গৌতম আদানি পক্ষে রয়েছে তাই আরব আমিরশাহির ব্যাঙ্ক অফ বরোদার সমস্ত খাতা বন্ধ করতে শুরু করেছে ব্যাংকের গ্রাহকরা এই দাবিটি মিথ্যে। এক বছর আগেই আল অইন শাখাটিকে বন্ধ করার ঘোষণা করেছিল ব্যাঙ্ক।
Result – False
(এই প্রতিবেদনটি সর্ব প্রথম Newschecker English এ প্রকাশিত হয়েছে )
Our Sources
Report published by Money Control on February 27, 2023
Report published by ANI on February 27, 2023
Statement by Bank Of Baroda posted on Twitter, on February 26, 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.