সোমবার, ডিসেম্বর 23, 2024
সোমবার, ডিসেম্বর 23, 2024

HomeFact CheckNewsফেসবুকে মহঃ সেলিম Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির পুরোনো ছবি শেয়ার করলেন

ফেসবুকে মহঃ সেলিম Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির পুরোনো ছবি শেয়ার করলেন

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকে আজ বাংলার সিপিএমের পলিটব্যুরো সদস্য মহঃ সেলিম Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির একটি ছবি শেয়ার করেছেন। এখানে কান্তি গাঙ্গুলির ছবি সমেত Peoplesreporter.in এর একটি খবরের লিংক ও দেওয়া হয়েছে। সেলিম লিখেছেন ‘যশ’ ঢোকার আগেই এলাকায় ঢুকছেন কান্তি গাঙ্গুলী ..’

Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির image 1
https://www.facebook.com/salimcomrade/posts/330045435148876

রায়দিঘির সিপিএমের বিধায়ক ও এলাকার ত্রাতা কান্তি গাঙ্গুলী নির্বাচনে হারুন কি জিতুন সর্বদাই এলাকার মানুষের পাশে থেকে তাদের বিপদে সাহায্য করেছেন। বাংলার বুকে যে কোনো ঝড়, সাইক্লোনই আসুক না কেন এই ‘কান্তিবুড়ো’ রায়দিঘির মানুষের জন্য ঝড়-জলে সর্বদা উপস্থিত থেকে সমস্যার সাথে মোকাবিলা করেছেন। সেই কান্তি গাঙ্গুলির ছবি শেয়ার করে সেলিম দাবি করেছেন প্রতি বছরের মতো এই বছরেও ঝড়ের আগে এলাকায় পৌঁছে গেছেন বিধায়ক কান্তি।

ফেসবুকে মহঃ সেলিম Yaas সাইক্লোনের সময়ের কান্তি গাঙ্গুলির ছবির পোস্টটিতে তিন হাজার দুশো জনের লাইক পড়েছে, ১৬৫টি কমেন্ট ও ২৬৭জন শেয়ার করেছেন। সেলিম ছাড়াও আরও অনেকেই এই পোস্টটিকে ফেসবুকে শেয়ার করেছে

Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির image 2
https://www.facebook.com/photo?fbid=968414587263335&set=a.114720675966068
Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির image 3
https://www.facebook.com/photo?fbid=4137461389714779&set=a.153593701434921
Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির image 4
https://www.facebook.com/photo?fbid=1621089861414800&set=bc.AbpsmqzCNU2vxy2-FC5ZISjRppavrkQB6oGtwMPvK_7mtqfibA05ESQ3otsbsofKrkIEWMei5btaN7eIrXLMZ5KynpuPM5k9LhSagXa-wWgEtY0FQVIgHvVUM9QNMH7n3KYnXGLr5VUdSQPbrB-A_ffjD7gtf7Txf6eSJEgYjeVzYlVnyhynlqO9VZmixgxvU81z-AeOofTc5LqO-PM9u4wpD7V1-AIJe-oqDvTJqmpZ69npu7P3I-XhI6aV8Fw6rxuHdq6fp2vFzWrMkH2rsKRGtGCaD2zk968RsH4VOdXVta5UOi0ecxv_IIG2STvvQJI&opaqueCursor=Abq1t_Q529A_QVye8AtDSB9k-AAcZLRmCEuDzCyfiL_n0r7BI5AqPFO2Zi8-qC7WBE64L8wJAc4T5V6uzNrffacNYiAtFJokkKucxUYxxMQ02qoOlNVjNjCExUiHEmX6MMTyzWkvtPLY7xbvxCDRZKONbOz3ZGqUk7Hwhs4RHBuo8-I-IS7tVIRYNcTstpKfOD4sqSciSsY9UEDhTM_r8sL-3d1lO9sayw96Z_056s135cpEyubiK-fqzHIXryMGVq01ILnRqJi72VkvArFSUP072qDWRZKGyrSjT9epFdoUnsVFW9cMX07kx7v-5LXo7HR78L_NXG5QhaOsbHtr8qSlWLvVrGVKARbJMNI1cTIB5wQnBZzHscUHF5tyjMshfdKr4DLxlYeyiBqoOgb4lte3L6Sn0wF_J901-21Fop_rq0z5p8gFWWVN6eOqqLYZkaNWaICu-FJYwpNZlS8blYCKWPfHeM8shbx4O-cBr3phVDnj5uxaHtKxE0Zpq_kIyE3mZ-qkNuysDaiR8ELZEQGRiNl-qa0P0eD6oVGPMnfVdjNqQ3NizoiyZv2O6pwmI

Fact-check / Verification

ফেসবুকে মহঃ সেলিম Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির ছবি দেওয়া খবরের লিংকটি শেয়ার করেছেন তাতে অনেক কমিউনিস্ট অনুগামীরা কমেন্ট করেছেন যে কান্তি গাঙ্গুলীকে সবসময় এলাকার মানুষের পাশে এই ভাবে দেখা যায়। ওনার কাছে ভোটে জেতা-হারাটা বিষয় নয় সেটা কান্তি গাঙ্গুলী বারবার প্রমান করেছেন।

অনেকে আবার সেলিমকে টিপ্পনি কেটে বলেছেন কিছু সিপিএমের নেতারা ঠান্ডা ঘরে বসে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন কিন্তু কাজের বেলায় তাদের কোনো খোঁজ পাওয়া যায়না। কেউ কেউ রায়দিঘির মানুষদের উদ্দেশ্যে বলেছে, ওখানকার মানুষদের মধ্যে কোনো লজ্জা নেই। বিপদের সময় কান্তি গাঙ্গুলির ছত্রছায়ায় থাকবে কিন্তু ভোট দেওয়ার সময় ওনার কথা মনে পরে না।

করোনা ও ব্ল্যাক ফাঙ্গাসের থেকেও বাংলা ও ওড়িশার মানুষদের বেশি ভাবাচ্ছে Yaas সাইক্লোন। টিভি খুললেই এই সাইক্লোনের শক্তি ও রূপ কেমন হতে পারে তা নিয়ে চলছে আলোচনা। আবহাওয়া বিশেষজ্ঞদের অনেকের দাবি গত বছরের আম্ফানের থেকেও বেশি শক্তি নিয়ে আসতে পারে এই Yass . জানা গেছে চেন্নাই উপকূলে আসতে আসতে শক্তি সঞ্চয় করছে এই সাইক্লোনটি। ২৪শে মের মধ্যে ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং ২৬শে মের মধ্যে বাংলার, ওড়িশার উপর আছড়ে পড়তে পারে Yaas . নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন বাংলা Yaas সাইক্লোনের সাথে লড়াই করার জন্য তৈরী হয়ে আছে। কেন্দ্র সরকার ও রাজ্য সরকার থেকে উপকূলবর্তী এলাকার মানুষের সতর্ক করে দেওয়ার কাজ যেমন চলছে তেমনি মাঝ সমুদ্রে মাছ ধরতে যাওয়া এখন বন্ধ আছে এই সাইক্লোনের জন্য।

ফেসবুকে মহঃ সেলিম Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলিরকে নিয়ে শেয়ার করা পোস্টটির ছবিটি নিয়ে আমরা অনুসন্ধান শুরু করি। এখানে বলে রাখি গতবছর আম্ফান সাইক্লোনের সময়তেও এই ভাবে কান্তি গাঙ্গুলির কিছু পুরোনো ছবি ঐ সাইক্লোনের সময়ের নামে ভাইরাল হয়েছিল।

মহঃ সেলিম Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির যে ছবিটি শেয়ার করেছেন তা ২০২০ সালের আম্ফান ঝড়ের ছবি


ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির বছর পুরোনো ছবি শেয়ার করে দাবি করেছেন বাংলার উপর আসন্ন ঝড় Yaasএর আগে রায়দিঘি, সুন্দরবন এলাকার পরিস্থিতি ঠিকঠাক আছে কিনা তা পর্যবেক্ষণের কাজে নেমে পড়েছেন কান্তি গাঙ্গুলি।

গুগল রিভার্স ইমেজ করার পর আমরা Communist Party of India(Marxist) এর ফেসবুকে পেজ থেকে কিছু ছবি পাই যেখানে দেখা যাচ্ছে গত বছরে আম্ফানের সময়ে কান্তি গাঙ্গুলির সুন্দরবনে সাইক্লোনের সাথে মোকাবিলার কাজে নিজেকে নিয়োজিত করেছেন। সেলিমের পোস্ট করা ছবিতে কান্তি গাঙ্গুলির মুখে যে হলুদ রঙের মাস্ক ও গলায় গামছা রয়েছে তা গত বছর CIP(M ) এর ফেসবুক থেকে পোস্ট করা ছবির সাথে মিলে যাচ্ছে।

Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির image 5
https://www.facebook.com/cpimcc/posts/1496577440513931

মহঃ সেলিম Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির যে ছবিটি পোস্ট করেছেন, তার একটি ছবি আমরা পাই সংবাদ প্রতিদিনের ২০২০ সালের ২৭শে মের প্রকাশিত একটি রিপোর্টে। এখানে কান্তি গাঙ্গুলিকে বাঁশের তৈরী পথের উপর দিয়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে পরনে ঐ এক গামছা ও মাস্ক।

Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির image 6
https://www.sangbadpratidin.in/bengal/kanti-ganguly-the-cpm-leader-who-is-still-the-saviour-of-sunderban/

ছাড়াও Kolkata 24×7 এর চ্যানেলের একটি ভিডিওটি আমরা পাই যে যা গত বছরের আম্ফানের সময়ের। মহঃ সেলিমের শেয়ার করা ছবিতে কান্তি গাঙ্গুলির সাথে দাঁড়ানো মানুষদের মধ্যে সমুজ শাড়ী পড়া এক মহিলাকে দেখা যাচ্ছে। এই ভিডিওতে ঐ মহিলাকে গ্রামবাসীদের সাথে মাটি দিয়ে রাস্তা ও নদীর পার মেরামতির কাজ করতে দেখ যাচ্ছে।

Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির image 7
https://www.facebook.com/kolkata24x7/videos/325281845110140

মহঃ সেলিম Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির যে ছবিটি পোস্ট করেছেন তা আমার কান্তি গাঙ্গুলির ফেসবুক পেজ থেকেও পেয়েছি যা আপলোড করা হয়েছে মার্চ মাসে। অর্থাৎ তখন Yass সাইক্লোনের বিষয়ে কোনো সতর্কতা বা কোনো সংবাদ কিছুই ছিল না।

Conclusion


ফেসবুকে মহঃ সেলিম Yaas সাইক্লোনের আবহে কান্তি গাঙ্গুলির ছবি সমেত একটি খবর লিংক পোস্ট করে দাবি করেছেন কান্তি গাঙ্গুলি আসন্ন ঝড় Yass আসার আগেই এলাকার মানুষের কাছে পৌঁছে গেছেন। কিন্তু এই ছবিটি গতবছর আম্ফানের সময়ের যা এখন আবার Yaas সাইক্লোনের আবহে ভাইরাল হয়েছে।

Result- Misleading

Our sources

Communist Party of India(Marxist) official Facebook post –https://www.facebook.com/cpimcc/posts/1496577440513931

Kanti Ganguly Facebook post- https://www.facebook.com/photo/?fbid=4123740440982910&set=ecnf.100001971189329

Sangbadpratidin-https://www.sangbadpratidin.in/bengal/kanti-ganguly-the-cpm-leader-who-is-still-the-saviour-of-sunderban/

Kolkata 24×7- https://www.facebook.com/kolkata24x7/videos/325281845110140

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular