রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckViralকেদারনাথ মন্দিরের পরিক্রমা করা এই ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয় 

কেদারনাথ মন্দিরের পরিক্রমা করা এই ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয় 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে কেদারনাথ মন্দিরের পরিক্রমা করা এই ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ২৬ বছর বসয়ে এই পরিক্রমা করেছেন বলেও দাবি করে হয়েছে ভিডিওটির সাথে। 

হিন্দু ধর্মের তীর্থস্থানের মধ্যে অন্যতম স্থান হলো কেদারনাথ। প্রতিবছর সারাদেশ থেকে হাজার হাজার লোকের সমাগম হয় উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে। পাহাড়ের কোলে অবস্থিত এই শিব মন্দিরের দর্শন করার জন্য ভিন্ন ভিন্ন বয়সের দর্শনাথীরা জড়ো হন কেদার ভূমিতে। 

Fact check / Verification 

কেদারনাথ মন্দিরের পরিক্রমা করা এই ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিনা জানার জন্য আমরা ভিডিওটির কিফ্রেম বের করে গুগল রিভার্স ইমেজ করি এবং ফেসবুকের Jay Baba kedarnath নামের একটি ফেসবুকের পেজ পাই যেখানে এই ভিডিওটিকে ২০২১ সালের ২১শে জুন আপলোড করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে শীর্ষাসন করে হাতের ভরে কেদারনাথ মন্দিরের পরিক্রমা করছেন ব্যক্তিটি যাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে দাবি করা হয়েছে। কিন্তু এখানে কোথাও বলা হয়নি ব্যক্তিটিকে, ভারতের প্রধানমন্ত্রী না অন্য কেউ। 

কেদারনাথ মন্দিরের পরিক্রমা করা এই ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি image 1
Courtesy: Facebook / Babakedharnath

আমরা ভিডিওটির অন্যান্য কীফ্রেম গুলোও রিভার্স ইমেজ করার পর Neelam নামের একটি টুইটার অ্যাকাউন্ট পাই যেখানে এই ভিডিওটিকে টুইট করা হয়েছে ২১শে জুন ২০২১ সালে। মূল ভিডিওটি আপলোড করা হয়েছে Shri kedarnath 360 Trust নামের একটি টুইটার পেজ থেকে। এখানে বলা হয়েছে বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে তীর্থ পুরোহিত আচার্য শ্রী সন্তোষ ত্রিবেদী কেদার ধামে যোগ দিবস পালন করেন। যোগ ব্যায়ামের উপর আচার্যর অসাধারণ দক্ষতা বিশ্বের বহু মানুষকে অনুপ্রাণিত করে। 

আরো পড়ুন: কৃষ্ণমাচার্য ও বি কে এস ইয়েঙ্গারের যোগ আসনের ভিডিও নরেন্দ্র মোদির যোগ রূপের নাম ছড়ালো সোশ্যাল মিডিয়াতে

কেদারনাথ মন্দিরের পরিক্রমা করা এই ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবিটি মিথ্যে 

এই সূত্র ধরে আমরা ইউটুউবে ‘Teerth Purohit ‘Acharya Shri Santosh Trivedi’ কথাটি লিখে খোঁজার পর ওনার কিছু ভিডিও পাই। এই পর্যায়ে Times of India, T News Telugu ,India TV র কিছু ভিডিও পাই যেখানে বলা হয়েছে আচার্য শ্রী সন্তোষ ত্রিবেদী উত্তরাখণ্ডের Devasthanam Board Act এর বিরোধিতা করে কেদারনাথে বিক্ষোভ করেন। 

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে কেদারনাথ মন্দিরের পরিক্রমা করা এই ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দাবিটি সঠিক নয়।  যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০২১ সালের এবং ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে ওনার নাম আচার্য শ্রী সন্তোষ ত্রিবেদী।

প্রতিবেদনটিকে হিন্দিতে এখানে পড়তে পারেন।

Result: Partly False

Our Sources

Tweet shared by Shri Kedar 360 Trust 21 June, 2021
YouTube video published by Russia Ukraine War Hunter 22 June, 2021
Media reports


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular