Fact Check
Weekly Wrap: রথযাত্রায় জগন্নাথের বিগ্রহের সামনে যাওয়ার অনুমতি পান নি রাষ্ট্রপতি? অত্যাচারের ভাইরাল ভিডিও কি মনিপুরের?
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি কিছু দাবি ভাইরাল হয়েছে যেখানে কোথাও বলা হচ্ছে, মনিপুরে কুকি সম্প্রদায়ের খ্রিস্টানদের উপর অত্যাচার চালানো হয়েছে, কোথাও আবার বলা হয়েছে রথযাত্রার দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিগ্রহের সামনে যাওয়ার অনুমতি না পেলেও, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যেতে পেরেছিলেন। বঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের সাথে জোট বাধার কথা বলেছেন সীতারাম ইয়েচুরি। আজকের Weekly Wrap এ জানুন এই সমত দাবির সত্যতা।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেও বিগ্রহের মন্দিরে আটকে দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে? জানুন সত্যতা
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেও বিগ্রহের মন্দিরে আটকে দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে এই দাবিটি ভুল। তিনি নিজেই গর্ভগৃহে প্রবেশ না করেই ফটকের সামনে দাঁড়িয়ে পুজো দেন।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

তৃণমূলকে সঙ্গে নিয়ে লড়াইয়ের কথা বলেননি ইয়েচুরি, গণশক্তির নামে ছড়ালো ভুয়ো খবর
সীতারাম ইয়েচুরি তৃণমূলকে সাথে নিয়েই রাজ্যের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে লড়বে বলে জানিয়েছেন এবং গণশক্তিতে ছাপা এই খবরের কাগজের ছবিটি এডিট করা। আসল কাগজে এই ধরণের কোনো সংবাদ প্রকাশিত হয়নি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

মায়ানমারের পুরোনো হত্যাকাণ্ডের ভিডিও মনিপুরের হিংসার নামে ভাইরাল
আমাদের অনুসন্ধানে এটি পরিষ্কার যে মায়ানমারের একটি পুরোনো হত্যার ঘটনার ভিডিও মনিপুরের সাম্প্রতিক হিংসার নামে ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

চিনে সর্বসমক্ষে নমাজ পড়ার জন্য নিগ্রহ করা হয়েছে? ভাইরাল এই ভিডিওটি থাইল্যান্ডের
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে চিনে উইঘুর মুসলিমকে জনসমক্ষে নমাজ পড়ার জন্য প্রহার করা হয়েছে এই দাবিটি ভুল ও যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০২০ সালের থাইল্যান্ডের ভিডিও।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।