সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ডিবি করা হয়েছে ১৪ই অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন বুর্জ খলিফায় পাকিস্তানের পতাকা না দেখালেও, পরের দিন ১৫ তারিখে ভারতের পতাকা প্রর্দশিত হয়েছিল। আবার কোথাও বলা হয়েছে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় দেশবাসীকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিজের গণতান্ত্রিক অধিকার নিয়ে রাস্তার নামতে। আজকের Weekly Wrap এ পড়ুন এই সমস্ত দাবির আসল তথ্য।

বুর্জ খলিফায় কি ১৪ই অগাস্ট পাকিস্তানের পতাকা দেখানো হয় নি ? জানুন এই ভাইরাল দাবির সত্যতা
আমাদের অনুসন্ধানে প্রামাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি ১৪ই অগাস্টে পাকিস্তানের পতাকার প্রদর্শন না হলেও স্বাধীনতা দিবসে ভারতীয় পতাকা ফুঁটে উঠেছিল বুর্জ খলিফায় – আসলে মিথ্যে। পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ই অগাস্টে বুর্জ খলিফায় পাকিস্তানের পতাকা দেখানো হয়েছিল।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

মিজোরামের রাস্তার সুষ্ঠ ট্র্যাফিক জ্যামের ছবি কোচবিহারের নামে ফেসবুকে ছড়িয়েছে
আমাদের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য প্রমাণিত হয়েছে ফেসবুকে মিজোরামের রাস্তার সুষ্ঠ ট্র্যাফিক জ্যামের ছবি কোচবিহারের নামে ফেসবুকে ছড়িয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দেশবাসীকে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিতে কখনো বলেন নি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে জাস্টিস চন্দ্রচূড়ের নামে সরকারের বিরুদ্ধে দেশবাসীকে আওয়াজ তুলতে বলার ভাইরাল দাবিটি সর্বৈব মিথ্যা।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

আল-নাসরের লকার রুমে মেসির শার্ট? না, ভাইরাল ভিডিওটি জেদ্দাহ আল-জাওয়াহরা হলের
নিউজচেকারের তদন্তে ভাইরাল হওয়া ছবিটির দাবি ভুল এবং বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে। মানে ও হেন্ডারসনের বৈঠকের একটি ছবির উপর ভিত্তি করে আল-নাসেরের লকার রুমে প্রদর্শিত লিওনেল মেসির জার্সি সম্পর্কে প্রচারিত দাবিগুলি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। ছবিটির প্রেক্ষাপট এবং অবস্থান এই দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এবং পরবর্তী একটি ভিডিওতে দেওয়ালে অন্যান্য ফুটবল আইকনদের পাশাপাশি মেসির জার্সির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।