সম্প্রতি ফেসবুকে আমরা এমন কিছু পোস্ট, ভিডিও পেয়েছি যা পুরোনো এবং বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে। যেমন রাষ্ট্রপতি রামনাথ কভিন্দের একটি ভিডিওটি ভাইরাল হয়েছে যেখানে ওনাকে বলতে শোনা যাচ্ছে এখন থেকে প্রত্যেক ধর্ষণকারীর সাজা হলো মৃত্যুদণ্ড। অন্যদিকে Indian Oil এর একটি পোস্ট ছড়িয়েছে যেখানে বলা হয়েছে গরমের দাবদাহ আরো বাড়তে চলেছে, তাই গাড়ির ট্যাঙ্কে যখন তেলভরাবেন তখন অর্ধেক ভরাবেন। আমাদের অনুসন্ধানে এই দাবিগুলো মিথ্যে প্রমাণিত হয়েছে।

গাড়ির ট্যাঙ্কে জ্বালানি ভরা নিয়ে ইন্ডিয়ান অয়েলের পুরোনো ও মিথ্যে পোস্ট ফের ভাইরাল
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে গাড়ির ট্যাঙ্কে জ্বালানি ভরা নিয়ে ইন্ডিয়ান অয়েলের কর্পোরেশনের যে পোস্টটি ছড়িয়েছে তা জাল।
এই দাবিটির সত্যতা জানতে পারেন এখান থেকে।

সোশ্যাল মিডিয়াতে স্বাধীন ভারতের প্রথম ইফতারের পার্টির নামে ছড়ালো অন্য ছবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে স্বাধীন ভারতের প্রথম ইফতারের পার্টির নামে যে ছবিটি ভাইরাল হয়েছে তা ১৯৪৮ সালে বল্লভভাই প্যাটেলের দ্বারা আয়োজিত একটি ভোজন সভার ছবি।
এই দাবিটির সত্যতা জানতে পারেন এখান থেকে।

আদানির কাছে বিক্রি হয়ে গেলো ভারতীয় রেল? ফেসবুকে ভারতীয় রেল নিয়ে ফের বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল
অনুসদ্ধানে জানতে ট্রেনের গায়ে Adani লেখা কথাটির আসল কারণ হলো এই ট্রেন গুলো Adani ports and Logistics এর। যাদের মূল কাজ হলো এক স্থান থেকে অন্য স্থানে শস্য, অটো-মোবাইলস পার্টস, রিটেলের জিনিস সরবরাহ হয়।
এই দাবিটির সত্যতা জানতে পারেন এখান থেকে।

মাত্র ২ মিনিটের মাতৃত্বের স্বাদ পাওয়ার পর মৃত্যুর কোলে ঢোলে পড়েন এক মা এই দাবিতে ভাইরাল ছবিদুটির আসল সত্যতা জানুন
অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে মাত্র ২ মিনিটের মাতৃত্বের স্বাদ পাওয়ার পর মারা যান এক মা এবং তাকে দেখে কাঁদছেন এক ডাক্তার, এই দাবিটি মিথ্যে। মা ও শিশুর ছবিটি তোলা হয়েছে ২০১৫ সালে এবং দ্বিতীয় ছবিটি যেখানে বলা হয়েছে সদ্যজাত শিশুকে ফেলে তার মাকে মারা যেতে দেখে ডাক্তার কেঁদে ফেলেছেন, আসলে তিনি ডাক্তার নয়।
এই দাবিটির সত্যতা জানতে পারেন এখান থেকে।

এবার ধর্ষণ করলেই ফাঁসি দেওয়া হবে? পুনরায় সম্পাদিত ভিডিও ছড়ালো বিভ্রান্তিকর দাবি সমেত
ফেসবুকে রাষ্ট্রপতির যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই একই ভিডিওর তথ্য যাচাই করে করেছিলাম গত বছর এবং জানতে পারি এই ভিডিওটি সম্পাদিত। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তদের ফাঁসির আদেশ দায়ের করা হয়েছে।
এই দাবিটির সত্যতা জানতে পারেন এখান থেকে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।