Fact Check
Weekly Wrap: কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনাকে কেন্দ্র করে , কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবির সত্যতা জানুন
সোশ্যাল মিডিয়াতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ছবিতে দেখা হচ্ছে তিনি বাজারে গিয়ে পেঁয়াজ কিনছেন। অন্যদিকে উত্তরাখণ্ডের কেদারনাথে যাত্রীবাহী হেলিকপ্টারের ভেঙে পড়ার পর ফেসবুকে বেশকিছু চপার দুর্ঘটনার ছবি ভাইরাল হয়েছে। এর সাথে ভাইরাল হয়েছে ICC T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিভ্রান্তিকর দাবি। আজকের Weekly Wrap এ পড়ুন সেই সমস্ত দাবির সঠিক তথ্য।

সব্জিবাজারে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেঁয়াজ কিনেছেন? ফেসবুকে নির্মলা সীতারামনের সম্পাদিত ছবি ছড়ালো
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে সব্জিবাজারে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেঁয়াজ কিনেছেন এই দাবি সময়ে নির্মলা সীতারামনের একটি ছবি ছড়িয়েছে যেখানে ওনাকে পেঁয়াজ কিনতে দেখা যাচ্ছে, যদিও এই ছবিটি এডিট করা। আসলে ভিডিওতে আমরা ওনাকে পেঁয়াজ কিনতে দেখিনি।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের প্রশংসা করেননি, সম্পাদিত ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুক ও টুইটারে ভাইরাল দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের প্রশংসা করেছেন এই দাবি সমেত যে ভিডিওটি ছড়িয়েছে সেটি সম্পূর্ণ সম্পাদিত। আসল ভিডিওতে প্রধানমন্ত্রী এই ধরণের কোনো মন্তব্য করেননি।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন।

কেদারনাথে হেলিকপ্টার ভেঙে পড়ার আবহে পুরোনো ছবি ছড়ালো সোশ্যাল মিডিয়াতে
আমাদের পর্যবেক্ষণ অনুসারে কেদারনাথে হেলিকপ্টার ভেঙে পড়ার আবহে চপার দুর্ঘটনার পুরোনো ছবি ছড়ালো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান খেলার আগে বিমানে আনা পিচ লাগানো হয়েছে?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান খেলার আগে বিমানে আনা পিচ লাগানো হয়েছে এই দাবিতে যে স্টেডিয়ামের ছবি ভাইরাল হয়েছে তা অস্ট্রেলিয়ার মেলবোর্নের নয়, কার্দিনিয়া পার্কের ছবি।
সম্পূর্ণ ফ্যাক্ট-চেকটি এখানে পড়ুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।