গতকাল প্রাক্তন-পাক প্রধানমন্ত্রী ইমরান খান একটি পদযাত্রায় গিয়ে পায়ে গুলিলেগে আহত হয়েছেন। এই আবহে মিডিয়া চ্যানেল থেকে ইমরান খানের কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে ওনাকে স্ট্রেচারে শায়িত অবস্থায় দেখা যাচ্ছে, কোথাও ওনার মাথায় চোট লাগার ছবি রয়েছে। আজকের Weekly Wrap এ জানুন সেই সমস্ত দাবির আসল তথ্য।

নতুন রাষ্ট্রপতি লুলা দ্যা সিলভার জন্য লাল বাজিতে আলোকিত হলো ব্রাজিল?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে নতুন রাষ্ট্রপতি লুলা দ্যা সিলভার জন্য লাল বাজিতে আলোকিত হলো ব্রাজিল এই দাবিতে ফেসবুকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ক্রোয়েশিয়ার ফুটবল দল Hadjuk Split ৭০ বছরের জন্মদিন পালনের ভিডিও। এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আবহে বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ইমরান খানের বছর কয়েক আগের ছবি ওনার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রবাহে ছড়ালো
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বছর কয়েক আগের ছবি ওনার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রবাহে ছড়ালো বিভিন্ন মিডিয়া চ্যানেল থেকে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ভারতের নতুন ৫০০ টাকার কয়েনে ছাপা রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবি?
ভারতের নতুন ৫০০ টাকার কয়েনে ছাপা রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবি এই দাবিতে যে কয়েনের ছবিটি ভাইরাল হয়েছে তা ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে তাতে লেখা আছে ‘শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবনে আসার ৫০০ বছর বর্ষপূর্তি’
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

পবিত্র কোরান জ্বালানো ব্যক্তির গায়ে আগুন ধরে গিয়েছে? ফেসবুকে ভাইরাল হলো বিভ্রান্তিকর দাবি
আমাদের অনুসন্ধান অনুযায়ী আমরা বলতে পারি ফেসবুকে পবিত্র কোরান জ্বালানো ব্যক্তির গায়ে আগুন ধরে গিয়েছে এই দাবি সমেত যে দুটি ভিডিও ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ আলাদা ভিডিও। কোরান জ্বালানোর ভিডিওটি সুইডেনের এবং যুবকের মুখে আগুন লেগে যাওয়ার ভিডিও সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ইমরান খানের আহত হওয়ার পুরোনো ভিডিও বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল
অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ইমরান খানের আহত হওয়ার পুরোনো ভিডিও বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল। হাসপাতালের বিছানায় শুয়ে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দেশবাসীর সম্পর্কে বার্তা দেওয়ার ভিডিওটি ২০১৩ সালের।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।