শুক্রবার, ডিসেম্বর 20, 2024
শুক্রবার, ডিসেম্বর 20, 2024

HomeFact CheckReligionপবিত্র কোরান জ্বালানো ব্যক্তির গায়ে আগুন ধরে গিয়েছে? ফেসবুকে ভাইরাল হলো বিভ্রান্তিকর দাবি

পবিত্র কোরান জ্বালানো ব্যক্তির গায়ে আগুন ধরে গিয়েছে? ফেসবুকে ভাইরাল হলো বিভ্রান্তিকর দাবি

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকের একটি ভিডিও আমাদের সামনে এসেছে যেখানে বলা হচ্ছে পবিত্র কোরান জ্বালানো ব্যক্তির গায়ে আগুন ধরে গিয়েছে। ভাইরাল ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে – আমাদের কোরানে আগুন জ্বালিয়েছে পরে তার নিজের মুখটাই পুড়ে গিয়েছে, আল্লাহ নিজেই একে শাস্তি দিয়েছেন। 

ভাইরাল ভিডিওতে দুটি ভিডিও রয়েছে। প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার উপর আগুনে জ্বলছে পবিত্র কোরান এবং দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে একব্যক্তি আগুন নিয়ে খেলা দেখানোর সময় তার মুখে হঠাৎ করে আগুন ধরে যায়। ভিডিওটিকে এখনো পর্যন্ত ৪৬লক্ষ বার দেখা হয়েছে এবং ৪২হাজার লোকে লাইক করছে।

পবিত্র কোরান জ্বালানো ব্যক্তির গায়ে আগুন ধরে গিয়েছে image 1
Courtesy: Facebook

Fact check / Verification 

পবিত্র কোরান জ্বালানো ব্যক্তির গায়ে আগুন ধরে গিয়েছে এই দাবিতে যে দুটি ভিডিও ভাইরাল হয়েছে তা একে অপরের সাথে সম্পর্কিত নয়। আমরা এই ভিডিও দুটির সত্যতা অনুসন্ধানের সময় স্ক্রিনশট নিয়ে Yandex টুলের দ্বারা দ্বিতীয় ভিডিওটির কিছু লিঙ্ক পাই। tgstat.ru নামের একটি ওয়েবসাইটে এই ব্যক্তির ভিডিওটি পাই যা ১৭শে অগাস্ট আপলোড করা হয়েছিল। ভিডিওটিতে দেখা যাচ্ছে একদল লোকের মাঝে নিছক আগুন নিয়ে খেলা দেখানোর সময় ব্যক্তিটির মুখে ও দাঁড়িতে আগুন লেগে যায়। একই ভিডিও আমরা পেয়েছি টুইটার থেকে। Best Videos নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটিকে ৮ই অগাস্ট শেয়ার করা হয়েছিল। যে যুবকটির মুখে আগুন লেগেছিলো, তার আশেপাশে থাকা কয়েকজনের সহায়তায় আগুন নিভে যায় এবং যুবকটি বেচে যায়।  

অন্যদিকে কোরানে আগুন লাগার ভিডিওটির সত্যতা অনুধাবনের সময় আমরা ফেসবুকে Quran,Fire এই ধরণের কিছু কীওয়ার্ড দ্বারা খোঁজার পর ২০২০ সালের একটি ভিডিও পাই। সুইডেনে একটি রক্ষণশীল দানিশ দল রাস্তায় কোরানে আগুন জ্বালিয়ে দেয়। ভাইরাল ভিডিওটিকে এখানে এখানে দেখা যেতে পারে।  ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে ‘ এই কারণে মালমো শহর জ্বলছে, ‘Stram Krus’ নামের দলের এক সদস্য সুইডেনের রাস্তায় কোরান জ্বালাচ্ছে ‘. 

এই ভিডিওটির পর আমরা গুগলে অনুসন্ধান করি। এই পর্যায়ে আমরা Alzajeera Mubasher এর একটি রিপোর্ট পাই। ২০২০ সালের ৩রা সেপ্টেম্বরের এই রিপোর্টে বলা হয়েছে সুইডেনে রক্ষণশীল দানিশ দল Stram Krus রাস্তায় কোরান জ্বালায়। এই দলের অন্যতম সদস্য রাসমুস পাউলদান সুইডেনের নাগরিকত্বের জন্য আবেদন করেছিল এবং হুমকি দে, যদি তার আবেদন গ্রহণ না হয় তাহলে সে এবং তার অন্যান্য সাথীরা সুইডেনে কোরান জ্বালাবে। এরপর স্টকহোমের রাস্তায় দেখা যায় কয়েকজন গোড়া দানিশ কোরান জ্বালিয়েছে। 

পবিত্র কোরান জ্বালানো ব্যক্তির গায়ে আগুন ধরে গিয়েছে image 2

একই ভিডিও আমরা ইউটুউব ইনস্টাগ্রাম থেকেও পেয়েছে। ইউটুউবের ভিডিওটিকে ভালো করে দেখলে দুই মিনিট নয় সেকেণ্ডের মাথায় জ্বলন্ত কোরানের সাথে ফেসবুকের ভাইরাল ভিডিওটির সাদৃশ্য দেখা যাবে। যদিও আমরা নিশ্চিত হয়ে বলতে পারছি না যে এই ভিডিওটি ২০২০সালের কিনা, যেহেতু সেই সময়ে বিশ্বের বেশির ভাগ দেশই করোনা মহামারীর কারণে লকডাউন চলছিল। তবুও এই স্পষ্ট যে কোরান জ্বালানোর ভিডিওটি সুইডেনের। 

পবিত্র কোরান জ্বালানো ব্যক্তির গায়ে আগুন ধরে গিয়েছে দাবিটি মিথ্যে

Conclusion

আমাদের অনুসন্ধান অনুযায়ী আমরা বলতে পারি ফেসবুকে পবিত্র কোরান জ্বালানো ব্যক্তির গায়ে আগুন ধরে গিয়েছে এই দাবি সমেত যে দুটি ভিডিও ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ আলাদা ভিডিও। কোরান জ্বালানোর ভিডিওটি সুইডেনের এবং যুবকের মুখে আগুন লেগে যাওয়ার ভিডিও সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।  

Result: False

Our Sources

Twitter post
Alzajeera MubasherReport published on 2020 3rd Sept


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular