Fact Check
Weekly Wrap: ক্রিকেট বিশ্বকাপে হেরে যাওয়া ভারতকে কটাক্ষ করায় বাংলাদেশকে IPL থেকে নিষিদ্ধ করেছে বিসিসিআই? অস্ট্রেলিয়ার কাছে হারের বদলা হকিতে নিয়েছে ভারতের ওমেন্স টীম?

বিশ্বকাপের আবহে সোশ্যাল মিডিয়াতে বেশকিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে ভারতের মহিলা হকি দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে, কোথাও আবার দাবি করা হয়েছে বাংলাদেশকে আইপিএল থেকে নিষিদ্ধ করেছে বিসিসিআই। আজকের Weekly Wrap এ জানুন এই সমস্ত দাবির সত্যতা।

বিশ্বকাপে জিততে না পারলেও অস্ট্রেলিয়াকে হকিতে পরাজিত করেছে ভারত? ২০২০ টোকিও অলিম্পিকের খবর বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বিশ্বকাপে জিততে না পারলেও অস্ট্রেলিয়াকে হকিতে পরাজিত করেছে ভারত এই খবরটি ভুল। ভারতের মহিলা হকি দল এশিয়ান ওমেন্স হকি চাম্পিয়নশিপ জিতেছে জাপানের বিরুদ্ধে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

দুবাইতে সাকিবের সাথে ধস্তাধস্তির পুরোনো ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো ফেসবুকে
দুবাইতে সাকিবের সাথে ধস্তাধস্তির পুরোনো ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো ফেসবুকে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দুবাইয়ের একটি গয়নার দোকান উদ্বোধনের ভিডিও। এই বছরের মার্চ মাসে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব-আল-হাসান দুবাইতে একটি সোনার গয়নার দোকানের উদ্বোধনের জন্য যান।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

বিশ্বকাপ হেরে যাওয়া ভারতকে কটাক্ষ করার জন্য বাংলাদেশকে আসন্ন আইপিএলে নিষিদ্ধ করেছে বিসিসিআই? জানুন পুরো বিষয়
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বিশ্বকাপ হেরে যাওয়া ভারতকে কটাক্ষ করার জন্য বাংলাদেশকে আসন্ন আইপিএলে নিষিদ্ধ করেছে বিসিসিআই এই দাবিটি ভুল। খেলোয়াড়দের সমস্ত খেলায় পাওয়া যাবে কিনা সেই অনিশ্চিয়তার কারণে শ্যাডোব্যান করা হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ভারতীয় ট্যালেন্ট শোতে ছোট্ট শিশুর কোরান তেলোয়াতের ভাইরাল ভিডিওটি সম্পাদিত
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভারতীয় টেলেন্টশোতে ছোট্টশিশুর কোরান তেলোয়াতের ভিডিওটি আসলে সম্পাদিত। এটি ইউটিউবে অনেক আগে থেকেই রয়েছে যা শুধু মাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।