সম্প্রতি কর্ণাটকে হিজাব বিতর্ক রাজ্যের সীমানা ছাড়িয়ে সারা ভারতে ছড়িয়ে পড়েছে। ধর্মীয় পোশাক পরে শিক্ষাক্ষেত্রে আপাতত পরে যাওয়া যাবে না বলে জানিয়েছে কর্ণাটকের হাইকোর্ট। এই হিজাব বিতর্কের আবহে মুসকান খানকে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছে যা আমাদের অনুসন্ধানে মিথ্যে প্রমানিতো হয়েছে। আজকের Weekly Wrap এ পড়ুন সেই সমস্ত দাবির সত্যতা।

হিজাব পরা মহিলাদের দিকে জল ছোড়ার ভিডিওটি শ্রীলঙ্কার
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কিছু যুবক দ্বারা হিজাব পরা মহিলাদের দিকে জল ছোড়ার ভিডিওটি তিন বছর পুরোনো এবং ভিডিওটি শ্রীলঙ্কার একটি কলেজের।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়ুন

কর্ণাটকের মুসকান খানকে তার সাহসিকতার জন্য সালমান খান ৩কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি কর্ণাটকের মুসকান খানকে তার সাহসিকতার জন্য সালমান খান ৩কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন এই দাবীটি মিথ্যে প্রমাণিত হয়েছে। এই ধরণের কোনো ঘোষণা করেননি অভিনেতা সালমান খান।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়ুন

কর্ণাটকের মুসকানকে কোনো হিন্দু ক্ষতি করার চেষ্টা করলে তুরস্ক ভারতের উপর আক্রমণ করবে?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মুসকানকে কোনো হিন্দু ক্ষতি করার চেষ্টা করলে তুরস্ক ভারতের উপর আক্রমণ করবে এমন দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান আসলে ভুল দাবি। তুরস্কে হিজাব পড়ার অনুমতি থাকলেও ভারতের হিজাব বিতর্ক নিয়ে এরদোয়ান কোনো মন্তব্য করেননি।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়ুন

বুর্জ খলিফায় মুসকানের ছবি প্রদর্শিত হওয়া ভাইরাল ভিডিওটি সম্পাদিত করা
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে বুর্জ খলিফায় মুসকানের ছবি প্রদর্শিত হয়েছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে সম্পাদিত করা। মুসকানকে নিয়ে কোনো লেজার শো হয়নি দুবাইতে।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়ুন

হিজাব কাণ্ডের পর মুসকানকে ভারতীয় পুলিশ সর্বোচ্চ জানিয়েছে?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে হিজাব কাণ্ডের পর মুসকানকে ভারতীয় পুলিশ সর্বোচ্চ জানিয়েছে এই দাবিতে যে ছবি ও ভিডিওটি ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। ২০২০ সালে মহারাষ্ট্রের বুলধানা জেলায় মুসলিম কিশোরীর একদিনের ডিসপি হওয়ার ছবি হিজাব কাণ্ডের আবহে ভাইরাল হয়েছে।
সম্পূর্ণ তথ্যটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।