রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkবুর্জ খলিফায় মুসকানের ছবি প্রদর্শিত হওয়া ভাইরাল ভিডিওটি সম্পাদিত করা

বুর্জ খলিফায় মুসকানের ছবি প্রদর্শিত হওয়া ভাইরাল ভিডিওটি সম্পাদিত করা

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সোশ্যাল মিডিয়াতে কর্ণাটকের কলেজ ছাত্রী মুসকান খানকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে যাকে ঘিরে দাবি করা হয়েছে দুবাইয়ের বুর্জ খলিফায় মুসকানের ছবি প্রদর্শিত হয়েছে। ভিডিওটি TikTok অ্যাপে রেকর্ড করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বুর্জ খলিফায় লেজার রশ্মির দ্বারা মুসকানের ছবি ও তার নাম ফুটে উঠছে, যদিও এখানে নাম ‘Muskahan’ লেখা হয়েছে।

Video from Sharechat

ফেসবুকে খোঁজার পর আমরা কিছু ভিডিও যা এই একই দাবিতে ভাইরাল হয়েছে।

বুর্জ খলিফায় মুসকানের ছবি প্রদর্শিত  image 1
Courtesy: Facebook / Mujahad Mallik
বুর্জ খলিফায় মুসকানের ছবি প্রদর্শিত image 2
Courtesy: Facebook / Imran Hossian
বুর্জ খলিফায় মুসকানের ছবি প্রদর্শিত image 3
Courtesy: Facebook / France Bangla

টুইটার পোস্ট

কর্ণাটকের হিজাব বিতর্ক যেন থামতে চাইছে না। জানুয়ারি মাসে সরকারি মহিলা কলেজে হিজাব পরে যাওয়া কিছু ছাত্রীদের হিন্দু যুবক দ্বারা অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়ে এবং তারপর থেকেই রাজ্যের নানান স্থানে হিজাব পড়া নিয়ে সমস্যা জনক পরিস্থিতি তৈরী হয়। উদুপিতে কলেজ ছাত্রী মুসকান খান হিজাব পরে কলেজে ঢোকার সময় জয় শ্রীরাম ধ্বনি দেওয়া গেরুয়া উত্তরীয় পড়া কিছু যুবকের দ্বারা বাধা পায়। পাল্টা উত্তরে আল্লাহ-হু-আকবরের নাম নিতে নিতে কলেজে ঢোকে মুসকান। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ও খবরের চ্যানেলে ভাইরাল হয়ে এবং সেই সঙ্গে শুরু হয় সাম্প্রদায়িক বিতর্ক। অবশেষে কর্ণাটক হাইকোর্ট থেকে রায় আসে যত দিন পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে কোনো রূপ ধর্মীয় পোশাক পরে শিক্ষাক্ষেত্রে আসা চলবে না।

Fact check / Verification

বুর্জ খলিফায় মুসকানের ছবি প্রদর্শিত হয়েছে এই দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা জানায় জন্য আমরা প্রথমে ভিডিওটিকে কিছু কিফ্রেমে ভাগ করে নিয়ে রিভার্স ইমেজ করি। কিন্তু কোনো মিডিয়া রিপোর্ট আমরা পাইনি যেখান মুসকানের ছবি বুর্জ খলিফায় দেখানো হয়েছে এমন কথা বলা হয়েছে।

কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা দীর্ঘ সময়ের কিছু ভিডিও পাই যা যেখানে দুবাইয়ের বুর্জ খলিফার লেজার শো দেখা যাচ্ছে।

বুর্জ খলিফায় মুসকানের ছবি প্রদর্শিত হয়েছে এই দাবিতে শেয়ার হওয়া এই ভিডিওটিকে নিয়ে অনুসন্ধান করার সময় আমরা দেখি যে যখন বুর্জ খলিফায় কোনো তারকা বা বিখ্যাত ব্যক্তির নাম লেজার রশ্মির দ্বারা দেখানো হয় তখন তা বিরামহীন ভাবে চলতে থাকে। কিন্তু ভাইরাল ভিডিওতে Muskahan নামটি অন্য লেজার শোয়ের থেকে আলাদা। এখানে নামটি প্রদর্শন স্থির ভাবে হয়েছে।

বুর্জ খলিফায় মুসকানের ছবি প্রদর্শিত image 4

এই বিষয়টি ছাড়াও আমরা অন্যএকটি বিষয় লক্ষ্য করি। মুসকানের যে ছবিটি লেজারের মাধ্যমে দেখানো হয়েছে বলে দেখা যাচ্ছে ভিডিওতে তাতে তার মুখ ঢাকা ছবি রয়েছে এবং বিল্ডিংএরসামনে যে ফোয়ারা রয়েছে তার জলের ধার অস্পষ্ট। যদি আসলেই মুসকানের ছবি বুর্জ খলিফায় দেখানো হতো তাহলে প্রথমত তার মুখের একটি পরিষ্কার ছবি সামনে আসতো এবং ফোয়ারার জলও স্পষ্ট দেখা যেত।

বুর্জ খলিফায় মুসকানের ছবি প্রদর্শিত  image 5

বুর্জ খলিফায় মুসকানের ছবি প্রদর্শিত হয়েছে এই দাবিতে ভাইরাল ভিডিওটি এডিট করা

আমাদের পর্যবেক্ষণ ছাড়াও আমরা বুর্জ খলিফার ওয়েবসাইটে খুঁজি এই ধরণের কোনো লেজার শোয়ের উল্লেখ শেখ করা হয়েছে কিনা , কিন্তু সেখানে আমরা এই ধরণের কোনো তথ্য পাইনি। এমনকি তাদের টুইটারইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই দাবির কোনো উল্লেখ নেই।

Conclusion

আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে বুর্জ খলিফায় মুসকানের ছবি প্রদর্শিত হয়েছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে সম্পাদিত করা। মুসকানকে নিয়ে কোনো লেজার শো হয়নি দুবাইতে।

Result:Manipulated Media

Our Sources

Youtube video

Burj Khalifa website

Twitter

Instagram


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular