পেট্রোলের(Petrol) দামের উপর কোন সরকার সব থেকে বেশি কর চাপাচ্ছে, Indian Oil ও Adani Gas এর নাম কেন একসাথে পেট্রোল(Petrol) পাম্পে দেখা গেছে , অভিনেতা আমির(Amir Khan) খানের কন্যা ইরা খানের(Ira Khan) সম্পর্ক নিয়ে কি দাবি করা হয়েছে এবং সব শেষে কেরলের আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কোন দাবি ভাইরাল হয়েছে তার বিস্তারিত তথ্য পান আমাদের আজকের এই প্রতিবেদনে।

কেরলে বিজেপির বিজয়-যাত্রায় দেখা গেলো মানব -পতাকা?
কেরলে আসন্ন নির্বাচনের আগে কেরলের বিজেপি সভাপতি কে সুন্দরন ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে সূচনা হয়েছে ভারতীয় জনতা পার্টির বিজয় যাত্রার। এই অনুষ্ঠানকে ঘিরে ভাইরাল হয়েছে বিজেপির মানব পতাকার ছবি(Human Flag)। ছবিটি কেরলের দাবি করা হলেও আসলে এই মানব পতাকাটি ২০১৫ সালের গুজরাটের দাহদে বিজেপির প্রতিষ্ঠা দিবসের (Sthapana Diwas) জনসভার।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পাবেন।

পেট্রোলে কেন্দ্রর থেকেও রাজ্য সরকার বেশি কর চাপিয়েছে?
অনুসন্ধানের দ্বারা প্রাপ্ত সমস্ত প্রমানকে বিশ্লেষণ করে জানতে পারি ফেসবুকে বর্তমানে পেট্রলের(Petrol) দাম নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের করের হিসেবটি বিভ্রান্তিকর। কারণ পেট্রোল(Petrol), ডিজেলে(Diesel) কেন্দ্র সরকারের করে বোঝাটি রাজ্য সরকারের তুলনায় বেশি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পাবেন।

বাড়ির হিন্দু পরিচারকের সাথে সম্পর্ক রয়েছে ইরা খানের?
ফেসবুক ও টুইটারে আমির খানের(Amir Khan) মেয়ে ইরা খানের(Ira Khan) সাথে এক ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে যেখানে এই ব্যক্তিকে ইরার(Ira Khan) বাড়ির পরিচারক বলা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এই ব্যক্তির নাম নূপুর শিখড়ে(nupur Shikhare) যে আসলে ইরার(Ira Khan) ফিটনেস প্রশিক্ষক।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পাবেন ।

ইন্ডিয়ান অয়েল ও বিক্রি হয়ে গেলো আদানি গোষ্ঠীর হাতে?
সোশ্যাল মিডিয়ার ভাইরাল একটি পোস্টে বলা হয়েছে Indian Oil ও Adani Group এর কাছে বিক্রি হয়ে গেছে। প্রকৃত তথ্য অনুসারে ২০১৩ সালেই কংগ্রেস সরকারের সময় থেকেই IOC ও আদানি গ্যাস (Adani Gas) ৫০-৫০ পার্টনারশিপে CNG গ্যাস ও পেট্রল পাম্প চালাচ্ছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পাবেন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।