বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ছড়িয়েছে পাকিস্তানের বন্যা নিয়ে। কিছু পোস্ট ভাইরাল হয়েছে উত্তরপ্রদেশের সরকারি স্কুলে মিড্ ডে মিলের নামে। আজকের Weekly Wrap এ জানুন সেই সমস্ত দাবির আসল তথ্য।

বাংলাদেশের সীমান্তে মায়ানমারের বিধস্ত হেলিকপ্টার দেখা গেছে?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বাংলাদেশের সীমান্তে মায়ানমারের বিধস্ত হেলিকপ্টার দেখা গেছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০২০ সালের সিরিয়ার ভিডিও।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

উঃ প্রদেশে মিড-ডে মিলে প্রতিদিন পড়ুয়াদের পনির ও আপেল দেওয়া হয়? পশ্চিমবঙ্গের ও উত্তর প্রদেশের মিড-ডে মিল নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো বিভ্রান্তি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে উঃ প্রদেশে মিড-ডে মিলে প্রতিদিন পড়ুয়াদের পনির ও আপেল দেওয়া হয় দাবিটি অর্ধ-সত্য কারণ যোগী সরকারের মিড-ডে মিলের আওতায় এই ধরণের খাওয়ার নেই। এছাড়াও নীল পোশাকের যে স্কুল পড়ুয়াদের ছবি ভাইরাল হয়েছে তা ঝাড়খণ্ডের।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

চীনের বেজিং-হংকং এক্সপ্রেসওয়ের ট্রাফিক জ্যামের ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো
ফেসবুকে ভাইরাল দাবি ২০১০ সালে পৃথিবীর সব থেকে বড় ট্র্যাফিক জ্যামটি হয়েছিল চীনের বেজিং-তিব্বত হাইওয়েতে ছবিটি ২০১৫ সালের বেজিং-হংকং-ম্যাকাও হাইওয়ের।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

পাকিস্তানে বন্যার নামে ছড়ালো জাপানের সুনামির ভিডিও
পাকিস্তানে বন্যার নামে যে ভিডিওটি ভাইরাল হয়েছে,আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে তা জাপানের, পাকিস্তানের নয়।
এই দাবিটির সত্যতা জানুন এখানে
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।