
সারা তেন্ডুলকার ও শুভমান গিলের সম্পাদিত ছবি ভাইরাল ফেসবুকে
ফেসবুক ভিডিওতে সারা তেন্ডুলকার ও শুভমান গিলের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে সারাকে গলাজড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ছবিটি সম্পাদিত, আসল ছবিতে সারা ও তার ভাই অর্জুনের ছবি রয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

বয়কট এড়াতে কি এবার প্যালেস্টাইনের মনমতো ডিজাইন আনলো পেপসিকো ?
আমরা অনুসন্ধানের সময় V-Palestaine নামের একটি টুইটার পেজ থেকে একই ছবি পাই যেটি ১৭ই অগাস্ট ২০২৩ সালে পোস্ট করে লেখা হয়েছে, ফিলিস্তিনের পেপসি কোম্পানি প্যালেস্টাইনের সংস্কৃতি ও ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে তাদের ক্যানের মধ্যে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

পোশাকের জন্য উর্ফি জাভেদকে গ্রেফতার করা হয়নি, ভাইরাল দাবিটি ভুয়ো
আমাদের তদন্তে দেখা গিয়েছে, ভাইরাল ভিডিয়োর উপরের ভিত্তি করে প্রকাশিত সংবাদটি মিথ্যা। উর্ফি জাভেদকে অশালীন পোশাক পরার জন্য মুম্বাই পুলিশ গ্রেফতার করেনি। এবং এই ভিডিওটিও দুবাইয়ের নয়। “প্রতারণামূলক” ভিডিও তৈরি করার জন্য দায়ীদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

রেলের সম্প্রসারণের কারণে বন্ধ হতে চলেছে জগৎ বিখ্যাত হাওড়া সেতু? ফেসবুকের ভিডিওকে ঘিরে ছড়ালো বিভ্রান্তি
রেলের সম্প্রসারণের কারণে বন্ধ হতে চলেছে জগৎ বিখ্যাত হাওড়া সেতু, ফেসবুকের ভাইরাল ভিডিওতে হাওড়া স্টেশনের চাঁদমারি সেতুর বদলে হওয়া ব্রিজের ছবি ও তথ্য পরিবেশন করে বিভ্রান্তির ছড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে চাঁদমারি সেতুর স্থানে নতুন ঝুলন্ত সেতু তৈরি করছে ভারতীয় রেল।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

যুদ্ধক্ষেত্র থেকে এক ফিলিস্তিনির শেষ ভিডিয়োর নামে ছড়ালো সিনেমার দৃশ্য
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যুদ্ধক্ষেত্র থেকে এক ফিলিস্তিনির শেষ ভিডিয়োর নামে ছড়ালো ২০১৫ সালের স্বল্প দৈর্ঘ্যের সিনেমার একটি দৃশ্য।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।