ফেসবুক টুইটারে বর্তমানে এমন কিছু পোস্ট ভাইরাল হয়েছে যেগুলো পুরোনো, অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর। আজকের এ জানুন সেইসব দাবির আসল সত্যতা।

প্রশাসনিক সভায় পানীয়ের বোতলের দিকে ইঙ্গিত করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক?
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে প্রশাসনিক সভায় পানীয়ের বোতলের দিকে ইঙ্গিত করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক এই দাবিটি মিথ্যে। তিনি ইশারায় জলের বোতল চেয়েছিলেন।

বাংলা থেকে মুছে যাবে বিজেপি বললেন তথাগত রায়? ট্যুইটের বিভ্রান্তিকর ব্যাখ্যা ছড়ালো সোশ্যাল মিডিয়াতে
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল বাংলা থেকে মুছে যাবে বিজেপি বললেন তথাগত রায় এই দাবিটি বিভ্রান্তিকর। তিনি দলের নেতা, কর্মীদের দলের ভাবমূর্তি সঠিক করার পরামর্শ দিয়েছেন।

যোগী আদিত্যনাথ যখন মুখ্যমন্ত্রীত্ব নিয়েছিলেন তখন উঃ প্রঃ বেকারত্ব ১৭% ছিল না
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি যোগী আদিত্যনাথ যখন মুখ্যমন্ত্রীত্ব নিয়েছিলেন তখন উঃ প্রঃ বেকারত্ব ১৭% এই দাবিটি ভুল।

Meta র নতুন পলিসি অনুসারে আপনার ছবি বা পোস্ট ব্যবহার হতে পারে? না এই ধরণের কোনো নিয়ম চালু হয়নি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ও টুইটারে ছড়ানো মেসেজ Meta র নতুন পলিসি অনুসারে আপনার ছবি বা পোস্ট ব্যবহার হতে পারে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে।

জলের তলায় আজও রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর চিহ্ন?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে জলের তলায় আজও রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর চিহ্ন এই দাবিটি ছড়ানো কিছু ছবি অপ্রাসঙ্গিক।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।