Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.
ফেসবুকে সম্প্রতি ভাইরাল হয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি ছবি যেখানে ওনাকে দেখা যাচ্ছে গোমূত্র পান করছেন। অন্যদিকে ২০১৭ সালের মৃত এক বৌদ্ধ সন্ন্যাসীকে নিয়ে ভাইরাল হয়েছে বিভ্রান্তিকর দাবি। আজকের Weekly Wrap এ পড়ুন সেইসব দাবির সত্যতা।
রাজ্যের স্কুলে একই সাথে ৩৩ জন পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছে ?
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে রাজ্যের স্কুলে একই সাথে ৩৩ জন পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছে এই দাবিটি বিভ্রান্তিকর কারণ এই ঘটনাটি বেঙ্গালুরুর, পশ্চিমবাংলার নয়।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছবি যোগী গোমূত্র পান করছেন আসলে সম্পাদিত করা
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে যোগী গোমূত্র পান করছেন এই দাবির সাথে ভাইরাল ছবিটি আসলে এডিট করা। আসল ছবিতে দেখা যাচ্ছে তিনি টিউবওয়েল থেকে জল পান করছেন।
ক্যালকাটা টাউন ক্লাবের হয়ে ১৮৮৪ সালে স্বামীজী বল করেছিলেন এই দাবিতে ছড়ান ছবিটি সম্পাদিত করা
সোশ্যাল মিডিয়াতে ক্যালকাটা টাউন ক্লাবের হয়ে ১৮৮৪ সালে স্বামীজী বল করেছিলেন এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে এডিট করা। আসল ছবিতে রয়েছেন ইংল্যান্ড ও ইয়র্কশায়ারের বাঁহাতি বোলার হেডলী ভেরিটি।
মৃত বৌদ্ধ সন্ন্যাসীর শরীরে পাওয়া গেছে প্রাণের প্রমান ? পুরোনো খবর ফের ছড়ালো বিভ্রান্তিকর দাবির সাথে
ফেসবুকে ভাইরাল ২০০-৩০০ বছরের মৃত বৌদ্ধ সন্ন্যাসীর শরীরে পাওয়া গেছে প্রাণের প্রমান এই দাবিটি বিভ্রান্তিকর।
ভারতে প্রত্যেক ধর্ষণকারীর জন্য ফাঁসির সাজা শোনানো হয়েছে ? না বিভ্রান্তিকর দাবি সমেত ভিডিও ভাইরাল
ফেসবুকে ভাইরাল ভারতে প্রত্যেক ধর্ষণকারীর জন্য ফাঁসির সাজা শোনানো হয়েছে এই দাবিটি বিভ্রান্তিকর। ভারতীয় সরকারের তরফ থেকে শুধুমাত্র নাবালিক মেয়েদের ধর্ষকদের জন্য ফাঁসির সাজা আনা হয়েছে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.