
টাইম ম্যাগাজিনের মতে বছরের সেরা খেলোয়াড় কে? রোনাল্ডো না মেসি? জানুন এখানে
ফেসবুকে মিশন হেক্সসা নামের একটি ফ্যান পেজ থেকে কিছুদিন আগে একটি পোস্টে বলা হয়েছে টাইম ম্যাগাজিনে এই বছরের সেরা খেলোয়াড় রূপে নির্বাচিত হয়েছে CR7 । গুগলে অনুসন্ধানে জানতে পারি এই বছরের Time Magazine এর সেরা খেলোয়াড় হলেন লিওনেল মেসি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

না, বয়কটের ভয়ে কোকাকোলা তাদের উৎপাদিত সামগ্রীতে কোনও বদল আনেনি
এই তথ্যগুলি থেকে প্রমাণ হয় যে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাওয়ার কোকাকোলার হলুদ রঙের বোতলটি কোনও ধরণের বয়কট থেকে রক্ষা পাওয়ার জন্য প্রস্তুত করা হয়নি। এবং এর সঙ্গে ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতেরও কোনও সম্পর্ক নেই।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

‘পুমার সাথে ইজরায়েলের যোগ থাকার’ জন্য ৩০০কোটি টাকার চুক্তি ছিন্ন করবেন বিরাট? জানুন সত্যতা
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে পুমার সাথে ইজরায়েলের যোগ থাকার জন্য ৩০০কোটি টাকার চুক্তি ছিন্ন করবেন বিরাট, এই দাবিটি মিথ্যে। পুমা ইন্ডিয়া বা বিরাট কোহলির তরফ থেকে এমন কোনো বার্তা আসেনি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বয়কট করেননি বাংলাদেশের ক্রিকেটাররা! ভাইরাল দাবি মিথ্যা
কোনও বাংলাদেশি ক্রিকেটার বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বয়কট করার কথা ঘোষণা করেনি। আমাদের সংগ্রহ করা তথ্য অনুযায়ী, ভাইরাল হওয়া দাবিটি মিথ্যা।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

আসানসোল-পুরী রুটে বন্দে ভারত ট্রেন চালু হওয়ার ভুয়ো বিজ্ঞপ্তি ভাইরাল
আমাদের অনুসন্ধানে প্রকাশিত তথ্য অনুযায়ী ভাইরাল হওয়া ওই বিজ্ঞপ্তিটি ভুয়ো ছিল। আসানসোল-পুরী রুটে বন্দে ভারত ট্রেন চালু করা নিয়ে এখনও পর্যন্ত রেল বিভাগ কোনও ঘোষণা করেনি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।