কাতার বিশ্বকাপ নিয়ে ফেসবুকে বেশকিছু দাবি ভাইরাল হয়েছে যেমন কোথাও বলা হয়েছে দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য ব্রাজিলকে কখনো তৃতীয় ম্যাচ খেলতে হয়নি, আবার কোথাও দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়ের ছবি শেয়ার করে দাবি করা হয়েছে ঘানার কাছে হেরে দঃ কোরিয়ার হিউং কেঁদে ফেলেছেন। আজকের Weekly Wrap এ জানুন এই সমস্ত দাবির সত্যতা।

গত ৬৪ বছরে ব্রাজিলকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য কোন তৃতীয় ম্যাচ খেলতে হয়নি?
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে বিশ্বকাপে গত ৬৪ বছরে ব্রাজিলকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য কোন তৃতীয় ম্যাচ খেলতে হয়নি দাবিটি ভুল। ২০১০ থেকে ২০১৮ সালের বিশ্বকাপের এমন কিছু খেলা ছিল যেখানে প্রতিপক্ষের সামনে ব্রাজিলের হার হয়েছে এবং তাকে তৃতীয় ম্যাচ খেলতে হয়েছে।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য এখানে পড়ুন

আজান শুনে কাতারে বিশ্বকাপের খেলা থামিয়ে দেওয়া হয়েছিল?
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে আজান শুনে কাতারে বিশ্বকাপের খেলা থামিয়ে দেওয়া হয়েছিল এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০১৮ সালের, যা এখন বিভ্রান্তিকর দাবি সমেত বিশ্বকাপের আবহে ছড়িয়েছে।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য এখানে পড়ুন

ঘানার বিরুদ্ধে ম্যাচ হেরে কেঁদে ফেললেন দক্ষিণ কোরিয়ার সন-হিউং-মিন?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ঘানার বিরুদ্ধে ম্যাচ হেরে কেঁদে ফেললেন দক্ষিণ কোরিয়ার সন-হিউং-মিন এই দাবিটি ছড়ানো ছবিটি ২০১৮ সালের। যা গতকালের ঘানার সাথে ম্যাচের পর ভাইরাল হয়েছে।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য এখানে পড়ুন

কাতারে বিশ্বকাপ খেলার মাঠের পাশে আগুন ধরার ঘটনার আবহে অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ালো ফেসবুকে
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে কাতারে বিশ্বকাপ খেলার মাঠে আগুন ধরার ঘটনার আবহে অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ালো ফেসবুকে। যে ভিডিওটিকে পোস্ট করে দাবি করা হয়েছে ভিডিওটি কাতারের বিশ্বকাপের মাঠে আগুন ধরে যাওয়ার, আসলে সেটি ২০১৮ সালের জার্মানির ঘরের মাঠে দেশের দুটি ফুটবল দলের মধ্যে ম্যাচের ভিডিও।
এই দাবিটির সম্পূর্ণ তথ্য এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।