বর্তমানে সোশ্যাল মিডিয়াতে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ঘিরে কিছু দাবি ভাইরাল হয়েছে যা আমাদের অনুসন্ধানে ভুল প্রমাণিত হয়েছে। যেমন নিউজিল্যান্ডের সাথে ভারতের সেমিফাইনালের পর কেন উইলিয়ামসন বলেছেন যে ভারত নিজের মাটিতে জেতার জন্য পিচ ও টসে দুর্নীতি করেছে, অন্যদিকে অস্ট্রেলিয়ার খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে ওনাকে শচীন তেন্ডুলকারের পা স্পর্শ করতে দেখা যাচ্ছে। আজকের Weekly Wrap এ জানুন এই সমস্ত দাবির আসল তথ্য।

ভারতের বিরুদ্ধে পিচ বদল ও টসে দুর্নীতির কোনো অভিযোগ আনেননি কেন উইলিয়ামসন
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ভারতের বিরুদ্ধে পিচ বদল ও টসে দুর্নীতির অভিযোগ এনেছেন কেন উইলিয়ামসন এই দাবিটি মিথ্যা। নিউজিল্যান্ডের খেলোয়াড় কেন নিজেই পিচের দাবি উড়িয়ে দিয়েছেন।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ইসরায়েলি পণ্য বয়কটের নামে অন্য দেশের পণ্যের তালিকা তুলে ধরলেন পীরজাদা সাফেরি সিদ্দিকী
অনুসন্ধানে প্রমাণিত ইসরায়েলি পণ্য বয়কটের জন্য পীরজাদা সাফেরি সিদ্দিকী ইসরায়েলি পণ্য বয়কটের নামে যে পণ্যের কথা বলেছেন তা মূলত মার্কিন পণ্য, ইসরায়েলের তৈরী নয়। তবে একই সঙ্গে তিনি আমেরিকান পণ্য বাতিলের কথাও বলেন।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

আফগানিস্তানের বিরুদ্ধে ২০১ রানের ইনিংস খেলার পরে গ্লেন ম্যাক্সওয়েল কি শচিন তেন্ডুলকরের পা ছুঁয়েছিলেন?
সংগৃহীত তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে, বিভিন্ন ছবির সমন্বয়ে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে। আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে সাম্প্রতিক ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল শচিন তেন্ডুলকার পা ছুঁয়েছিলেন- এমন কোনও ঘটনা ঘটেনি। অতএব, ভাইরাল ছবিটি বিভ্রান্তিকর এবং নিপূণ চালাকির ফসল।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।