Claim: সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি চীনের বেজিংয়ে সম্প্রতি কৃমির বৃষ্টি হয়েছে
Fact: চিনে সাম্প্রতিক কালে কোনো বৃষ্টিপাত হয়নি না বৃষ্টির সাথে কৃমি দেখা গিয়েছে। দাবিটি মিথ্যে
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি চীনের বেজিং শহরে কৃমির বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জল নয় বরং আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে নেমে এসেছে কৃমি, এমনটাই দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

টুইটারে TimesNow এর টুইটও একেই দাবি করেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় দাঁড় করানো গাড়ির উপরে শয়ে শয়ে পোকা পরে আছে। দাবি এই ভিডিওটি চীনের বেজিংয়ের যেখানে সম্প্রতি দেখা গিয়েছে বিরল কৃমির বৃষ্টি।
Fact check / Verification
চীনে সম্প্রতি কৃমির বৃষ্টি হয়েছে এই দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করার সময় আমরা রিভার্স ইমেজ করা শুরু করি। এই পর্যায়ে আমরা চীনের রাজনীতি ও অর্থনীতির সাংবাদিক শেন শিয়াই টুইট করেন’ এই খবরটি মিথ্যে। আমি এখন বেজিংয়ে আছি এবং এখানে কৃমির বৃষ্টি হয়নি।’ ওনার এই টুইটটি The Rio Times এ প্রকাশিত হয়েছে।
এই সূত্র ধরে আমরা আরো বেশকিছু টুইট পাই যেখানে বেজিংয়ে কৃমির বৃষ্টিপাতের ভিডিও ভাইরাল হয়েছে। এখানে কমেন্টে একজন লিখেছেন ‘চীনের বেজিংয়ে কৃমির বৃষ্টিপাত হয়েছে এই খবরটি সত্যি নয়। পপলার নামের গাছের পুস্পমঞ্জরী ঝরে পড়েছে যা মূলত ফুল ফোটার সময়ে হয়।
Soraya নামের এক ব্লগার টুইট করেছেন পপলার গাছের মঞ্জরী হাতে নিয়ে।
অন্য আর একটি টুইটে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওটিতে যে গাড়ি দেখা যাচ্ছে তার নম্বর প্লেট ও পপলার গাছের মঞ্জরীর ছবি দিয়ে টুইট করেছেন ‘গাড়ির নম্বর প্লেট অনুযায়ী ঘটনাটি লিয়াওনিং শহরের এবংহ জানিয়ে রাখি এটি কোনো কৃমি বা পোকা নয়। পপলার গাছের বীজ যা দেখতে অনেকটা কৃমির মতো।
Journo Truk থেকেও বেজিংয়ের রাস্তায় বৃষ্টির সাথে কৃমি পরে থাকতে দেখা গিয়েছে এই দাবিতে ছড়ানো ভিডিওটিকে জাল বলা হয়েছে।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে চীনে সম্প্রতি কৃমির বৃষ্টি হয়েছে এই দাবিতে ভাইরাল ভিডিওটি অন্য শহরের। চীনের লিয়াওনিং শহরের ঘটনা এটি এবং সেখানে পপলার গাছের বীজকে কৃমি বলে সোশ্যাল মিডিয়াতে দাবি করা হয়েছে।
(এই প্রতিবেদনটি Newschecker Tamil থেকে প্রকাশিত হয়েছে)
Result: False
Our Sources
Twitter Post From, Vxujianing
Twitter Post From, JournoTurk
Twitter Post From, Soraya
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।