Authors
Claim: হলিউডের অভিনেতা ডোয়েন জনসন হিন্দু মতে সনাতনী বেশে আরতি করছেন
Fact: যে ছবিগুলো ভাইরাল হয়েছে তা AI দ্বারা তৈরী করা হয়েছে
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা ডোয়েন জনসন ওরফে ‘দা রকের’ ছবি ভাইরাল হয়েছে যেখানে ওনাকে গেরুয়া বসনে হাতে আরতির থালা সমেত দেখা যাচ্ছে। ছবি ঘিরে দাবি করা হয়েছে ‘বিজ্ঞান যেখানে মাথা নত করে, সেখানেই সনাতনের শুরু’ . বলা হয়েছে হিন্দু বেশে অভিনেতাকে অপূর্ব দেখাচ্ছে।
ফেসবুক ছাড়াও টুইটারে এই ছবিগুলো পোস্ট করা হয়েছে। ভাইরাল ছবির সাথে এখানে বলা হয়েছে – ‘বিখ্যাত কুস্তিগীর ও হলিউডের তারকা ডোয়েন জনসন যিনি ‘রক’ নামে বিখ্যাত, তিনি হিন্দু ধর্ম রীতি অনুসারে আরতি করেছে’
Fact check / Verification
হলিউড অভিনেতা ডোয়েন জনসন সনাতন ধর্ম অনুসরণ করছেন এই দাবিতে যে ছবিগুলো ভাইরাল হয়েছে তা Artificial Intelligence বা কৃত্তিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি, আসলে তিনি হিন্দু সনাতন মেনে আরতি করেননি।
টুইটারে গোপাল গোস্বামীর টুইটের কমেন্টে তিনিই নিজে লিখেছেন ‘এই সুন্দর ছবিগুলো AI তে শিল্পী @bhargav_valera তৈরী করেছেন। ওনার টুইটার প্রোফাইল বন্ধ থাকায় আমরা কোনো পোস্ট দেখতে পাইনি।
গুগলে ওনার নাম লিখে খোঁজার পর ওনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক পাই। ২৮শে মে বিভ্রান্তিকর দাবি সমেত ড্যানির হিন্দু বেশে ভাইরাল ছবিগুলোর পোস্ট শেয়ার করে লিখেছেন ‘ আমার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে’
এই প্রোফাইলেই আমরা এই ছবির আসল পোস্ট পাই। ২২শে এপ্রিল AIতে তৈরি রকের এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা রয়েছে – ‘ডোয়েন জনসন সাধুর বেশে মন্দিরে প্রার্থনা করছেন, রক কেমন হয়েছে? AIতে তৈরী করা’
ভার্গবের ফেসবুকে রক ছাড়াও AI তে সম্পাদিত মহাত্মা গান্ধীর ডিজে রূপের ছবি, পোপের ছবিও পাই।
অন্যদিকে ডোয়েন জনসনেই ইনস্টাগ্রাম প্রোফালে সনাতনী বেশে কোনো ছবি পাইনি।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে হলিউড অভিনেতা ডোয়েন জনসন ওরফে রক সনাতন ধর্ম অনুসরণ করছেন এই দাবিতে যে ছবিগুলো ভাইরাল হয়েছে তা AIতে তৈরি। ভাইরাল দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।
Result: False
Our Sources
Facebook post
Dwanye Johson’s Instagram profile
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।