Authors
Claim: চন্দ্রবাবু নাইডু মোদিকে সমর্থন করতেই অন্ধ্রপ্রদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
Fact: ভাইরাল ভিডিয়োটির সঙ্গে তৃতীয় মোদি সরকার গঠনের কোনও যোগ নেই। সেটি টিডিপি সমর্থকদের নির্বাচনের কয়েক মাস আগে দেখানো বিক্ষোভের ভিডিয়ো।
চন্দ্রবাবু নায়ডুর টিডিপি ও নীতিশ কুমারের জেডিইউ-এর সমর্থন নিয়ে দিল্লিতে ইতিমধ্যে তৈরি হয়েছে এনডিএ সরকার। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। এরপরই সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা একটি বড় ছবি পোড়াচ্ছেন। সেই ভিডিয়োটি পোস্ট করে অনেকেই লিখেছেন, “চন্দ্রবাবু নাইডু মোদীকে সমর্থনের চিঠি দেওয়ার সাথে সাথে অন্ধ্রপ্রদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। জনগণ মোদীজির বিরুদ্ধে ম্যান্ডেট দিয়েছে।” (Archive Link)
Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োর একটি কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ২০২৪ সালের ২৯ মার্চ একই ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেছিলেন @SajjalaBhargava আইডির এক ব্যবহারকারী এবং তেলুগু ভাষায় সেই পোস্টে লেখা ছিল, “Fire in Guntakal TDP”।
সেই সূত্রে ধরে, ইন্টারনেটে “Guntakal,” “Chandrababu Naidu photo” ও “fire” লিখে সার্চ করলে Samayam Telugu নামের একটি সংবাদমাধ্যমে ২০২৪ সালের মার্চ মাসে আমরা একই ভিডিয়ো দেখতে পাই। ওই ভিডিয়োতে বা হয়েছিল, গুটাকালে টিডিপি সমর্থখরা চন্দ্রবাবু নায়ডুর ছবিতে আগুন লাগিয়ে দিয়েছিল এবং গুমানুর জয়রামের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল।
ওই ভিডিয়োরই একটি ফ্রেম আমরা The New Indian Express ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাই। সেখানেও একই তথ্য-সহ খবরটি প্রকাশিত হয়েছিল।
২৯ মার্চ খবরটি প্রকাশ হয়েছিল The Hindu ওয়েবসাইটেও।
এছাড়া, গুগল ইমেজের সাহায্যে আমরা বিক্ষোভের স্থানটিও নির্দিষ্ট করতে পেরেছি।
অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভোটের আগে মার্চ মাসে ওয়াইএসআরসিপি দল ছেড়ে টিডিপিতে যোগদান করেন প্রাক্তন মন্ত্রী গুমানুর জয়রাম। গুনটাকাল বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভও করেছেন।
Conclusion
সুতরাং এখান থেকেই স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটির সঙ্গে তৃতীয় মোদি সরকার গঠনের কোনও যোগ নেই। সেটি টিডিপি সমর্থকদের নির্বাচনের কয়েক মাস আগে দেখানো বিক্ষোভের ভিডিয়ো।
Result: False