Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Coronavirus
দাবি:
সোশ্যাল মিডিয়াতে সাম্প্রতিককালে একটি পোস্ট ভাইরাল হয়েছে ‘করোনীল’ নামের ওষুধ নিয়ে। বলা হচ্ছে যে ভারতের বিখ্যাত যোগগুরু রামদেব করোনার থেকে দেশবাসীকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তার আয়ুর্বেদিক সংস্থা পতঞ্জলি করোনীল ও শ্বাসরি নামের দুটি আয়ুর্যেদিক ওষুধ আবিষ্কার করেছে যা কিনা করোনা খতম করতে সক্ষম। কিছু পোস্টটে দাবি করা হয়েছে যে এই ওষুধগুলি সেবনের এক সপ্তাহের দিনের মধ্যেই রোগী সেরে উঠবে।
বিশ্লেষণ:
ভারত তথা সমগ্র বিশ্বে পরিচিত রামদেব তার যোগাসনের জন্য। যোগের দ্বারা রোগ নিরাময় থেকে শুরু করে করোনা কে জব্দ করার দাবি তিনি করেছেন। ভারতে করোনা ভাইরাস ছড়ানোর পর থেকে তিনি নতুন নতুন টোটকা নিয়ে হাজির হয়েছেন তার ভক্ত ও অনুরাগীদের সামনে। কখনোও তিনি দাবি করেছেন যে করোনা হয়েছে কিনা জানার জন্য কোথাও যেতে হবে না, প্রয়োজন ও পড়বে না পয়সা খরচ করে টেস্ট করানোর, বাড়িতে বসেই জানাতে পারবেন যে আপনি করোনা আক্রান্ত কিনা। শ্বাস টেনে রাখতে বলেন তিনি কমপক্ষে ৩০ সেকেন্ড, যদি কোনো সমস্যা হয় এই সময়ে তাহলে জানবেন আপনার করোনা আছে , কমবয়েসীদের জন্য এই সময় ছিল এক মিনিট। এছাড়াও তিনি বলেন নাক দিয়ে যদি সোর্সের তেল টানেন তাহলে নাকের ও গলায় করোনা ভাইরাস পেটের পাকস্থলীতে চলে যাবে এবং সেখানে থাকা অ্যাসিডে মারা পড়বে ভাইরাসটি।
রামদেবের এই অত্যাশ্চর্য টোটকা যে পুরোপুরি বুজরুকিপূর্ণ তা WHO এর তরফ থেকে প্রমাণিত। সম্প্রতি পতঞ্জলি যে করোনা কিট বাজারে এনেছে এবং যে দাবি করছে তাও সম্পূর্ণ সত্য নয়।
ভাইরাল এই পোস্টার দাবি কত খানি সত্যি জানার জন্য আমার এই করোনীল সংক্রান্ত সমস্ত তথ্য অনুসন্ধান করতে শুরু করি। পতঞ্জলির চেয়ারম্যান আচার্য্য বালকৃষ্ণের টুইটার প্রোফাইলে আমরা এই করোনীল সংক্রান্ত কিছু রি-টুইট দেখতে পাই। যেখানে ২৩শে জুন এই করোনা কিট লঞ্চ করা থেকে শুরে করে করোনার অব্যর্থ দাওয়াই হিসেবে দাবি করা প্রভৃতি।
খুব শীঘ্রই এই আয়ুর্বেদিক ওষুধ আসতে চলছে বাজারে। করোনীল ও শ্বাসরি এই দুই আয়ুর্বেদিক আবিষ্কার করবে করোনার সাথে মোকাবিলা, ৩-৭ দিনের মধ্যেই সেরে উঠবে করোনা রুগী এমনি দাবি করেছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি আইটি সেলের সৌরভ কুমার। পোস্টটি এখানে দেওয়া হলো।
কিন্তু লঞ্চ হওয়ার পর থেকেই আয়ুষ মন্ত্রণালয় নোটিশ ধরিয়ে জানতে চাওয়া হয়েছে এই ওষুধের আসল ব্যবহার কি, এতে কি কি উপাদান আছে, কোথায় এর রিসার্চ করা হয়েছে, কোন হাসপাতালের করোনা আক্রান্ত রুগীদের উপর এই ওষুধের প্রয়োগ হয়েছে তার বিশদ ব্যাখ্যা ও বৈজ্ঞানিক প্রমান কি। এমনকি আয়ুষ মন্ত্রণালয় থেকে কোনো সবুজ সংকেত না পাওয়ার পরেও একে কি করে লঞ্চ করা হলো তাও জানতে চাওয়া হয়েছে। Times Of India, Indian Today, Live Mint Anadabazar Patrika থেকে জানতে পাই।
২৪ জুনে বালকৃষ্ণের একটি টুইট আমার পাই যেখানে তিনি দাবি করেছেন যে আয়ুষমন্ত্রণালয় থেকে করোনীলের ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু এই দাবি সপুরোপুরি ঠিক নয়। কারণ এই ওষুধের সব তথ্য আয়ুষ মন্ত্রণালয়ের কাছে নেই, এবং এই ওষুধের বিজ্ঞাপন করতেও নিষেধ জারি করা হয়েছে মন্ত্রণালয়ের তরফ থেকে।
ANI এর একটি টুইট পাই যেখানে এই করনীলকে নিয়ে উত্তরাখণ্ডের আয়ুষ ডিপার্টমেন্টের লাইসেন্স আধিকারিক। কিছু সংবাদপত্রের রিপোর্ট ও আমরা ই পাই যেখানে করোনা কিট রোগপ্রতিরোধক ওষুধ রূপে ছাড়পত্র পেয়েছে কিন্তু প্রচার করা হচ্ছে করোনা প্রতিষেধকের নাম দিয়ে।
উপরোক্ত সব তথ্য গুলি বিশ্লেষণ করলে বোঝা যাবে যে ভাইরাল দাবি রামদেবের করোনা কিট আসলে জ্বর, সর্দি-কাশিতে উপশ্রম দেবে, করোনা থেকে মুক্তি নয়।
ব্যবহৃত টুলস:
ফলাফল: বিভ্রান্তিকর Misleading
(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )
Paromita Das
September 23, 2022
Paromita Das
June 10, 2020
Paromita Das
July 19, 2021