সম্প্রতি ফেসবুকে বঙ্গের রাজনীতিকে নিয়ে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে সারদা কেলেঙ্কারি থেকে বাঁচতে শুভেন্দু অধিকারী সিপিআই নেতা সুজন চক্রবর্তীর সাথে দেখা করেছন গোপনে। কমনওয়েলথ গেমস নিয়ে দাবি অসমের মেয়ে হিমা দাস গোল্ড জিতেছে। আজকের Weekly Wrap জানুন সেই সমস্ত জাবির আসল তথ্য।

সারদা কেলেঙ্কারিতে ইডির হাত থেকে বাঁচতে শুভেন্দু সুজন চক্রবর্তীর সাথে গোপনে দেখা করেছেন?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে সারদা কেলেঙ্কারিতে ইডির হাত থেকে বাঁচতে শুভেন্দু সুজন চক্রবর্তীর সাথে গোপনে দেখা করেছেন কোলাঘাট এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তা ২০২১ সালের পুজোর পর বিধানসভা অধিবেশনের সময়ের।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

পাথরের উপর খোদাই মানুষ কম্পিউটার চালাচ্ছে তা আসলে আধুনিক শিল্পকলা
পাথরের উপর খোদাই মানুষ কম্পিউটার চালাচ্ছে তা আসলে আধুনিক শিল্পকলার নিদর্শন। সোশ্যাল মিডিয়াতে একে নিয়ে যে দাবি করা হয়েছে তা ভুল।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

এই বছরের ফিফা বিশ্বকাপে BTS থিম গান গাইবে? জানুন সত্যতা
এই বছরের ফিফা বিশ্বকাপে BTS থিম গান গাইবে এই দাবিটি সঠিক নয়। বিশ্বকাপের মঞ্চে BTS Hyundai এর হয়ে গান গাইবে।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

বার্মিংহাম কমনওয়েলথ ২০২২ সোনা জিতেছেন হিমা দাস?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বার্মিংহাম কমনওয়েলথ ২০২২ সোনা জিতেছেন হিমা দাস দাবিটি ভুল। সোশ্যাল মিডিয়াতে বার্মিংহামে চলা কমনওয়েলথ গেমস এর আবহে হিমা দাসের ২০১৮ সালের সোনা জেতার ভিডিও ভাইরাল হয়েছে।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

তেলেঙ্গানার ক্ষিপ্ত জনতা বিজেপি কর্মী-সমর্থকদের উপর চড়াও হয়েছে?
ফেসবুকে তেলেঙ্গানার ক্ষিপ্ত জনতা বিজেপি কর্মী-সমর্থকদের উপর চড়াও হয়েছে এই দাবিটি ভুল কারণ যে ভিডিওটি এই দাবির সাথে পোস্ট করা হয়েছে তা তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ও বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতির ভিডিও।
এই দাবিটির সত্যতা জানুন এখানে
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।