শুক্রবার, ডিসেম্বর 20, 2024
শুক্রবার, ডিসেম্বর 20, 2024

HomeFact Checkনব্য নভেলি নন্দার ছবি শ্বেতা বচ্চনের নামে বিভ্রান্তিকর দাবি নিয়ে ভাইরাল সোশ্যাল...

নব্য নভেলি নন্দার ছবি শ্বেতা বচ্চনের নামে বিভ্রান্তিকর দাবি নিয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সংসদের বাদল অধিবেশনের শুরুতেই রাজনীতি ও রাজনৈতিক নেতাদের মধ্যে পারদের মাত্রা চড়তে শুরু করেছে। অধিবেশনে ভোজপুরি অভিনেতা ও বিজেপি সাংসদ রবি কিষেন ও সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়েছে। দেশে মাদকের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে দেশের ভবিষ্যত প্রজন্ম এবং মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি যে কতটা বিপদে তা তুলে ধরেন রবি। এর পরেই আক্রমণ করেন জয়া বচ্চন, বলেন যে যেই থালাতে খাচ্ছে সেই থালায় ফুটো করছে। এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে জয়া ও অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চনের ছবি ভাইরাল হয়েছে। ফেইসবুক ও টুইটার জুড়ে জয়া বচ্চনকে নিয়ে হ্যাশট্যাগ ও সাথে শ্বেতার ছবি ভাইরাল হয়েছে।

https://twitter.com/SushantWarriors/status/1306096646158192641

Fact check / Verification 

ভোজপুরি অভিনেতা বিজেপির রবি কিষেন সংসদের অধিবেশনে বলিউড  তথা সারা দেশে নবীনদের মধ্যে মাদক সেবনের মাত্রা যে ভাবে দিনে দিনে বাড়ছে সেই বিষয়ের উপর আলোকপাত করে রবি বলেন, পাকিস্তান ও চীনের যোগসাজোগ আছে এই মাদক পাচারের পেছনে। পাঞ্জাব ও নেপাল হয়ে এই মাদক ঢুকে পড়ছে ভারতের প্রতিটা নবীনের শরীরের এবং সমাজকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে।  এর পরেই শুরু হয় জয়া বচ্চনের ঝাঁঝালো আক্রমণ। তিনি অত্যন্ত দুঃখিত যে যারা এই ইন্ডাস্ট্রিতে থেকে কাজ করে নাম করেছে তারাই এখন ইন্ডাস্ট্রির বদনাম করছে কিছু সংখ্যক লোকের জন্য। এই বাকবিতণ্ডায় সামিল কঙ্গনা রানাউত ও।  তিনি টুইট করে বলেছেন যদি আপনার ছেলে অভিষেক মাদকাসক্ত হতো, অথবা আপনার মেয়ে তখন ও কি এটাই বলতেন? এর পরেই বচ্চন পরিবারের মেয়ে শ্বেতা  বচ্চনের নামে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে একটি ছবি যেখানে তাকে পানীয়ের গ্লাসের দিকে জিভ বের করে তাকিয়ে থাকতে দেখা গেছে। কিন্তু দাবিটি ভুল, কারণ ছবিতে যাকে দেখা যাচ্ছে সে শ্বেতা  নয় ওনার মেয়ে নব্য নভেলি নন্দা।  

ছবিটির রিভার্স ইমেজ করার পর Deccan Chronicle, India Today ২০১৬ সালের রিপোর্ট পাই যেখানে নব্য কে ম্যানহাটানে তার ১৯তম জন্মদিন পালন করতে দেখা যাচ্ছে। সাথে ছিল সাইফ আলীর কন্যা সারা আলী খান ও।  কীওয়ার্ড দিয়ে খোঁজার পর Bollywood In Trendz Punjab Kesri TV র ইউটুবের ভিডিও পাই যেখানে নব্যকে একই পোষাক পরে একই ভাবে পানীয়র গ্লাসের দিকে জিভ বের করে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে।

Conclusion

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সাথে মাদকের যোগ পাওয়ার পর থেকেই কঙ্গনা রানাউত ও আরো কিছু বলিউডি তারকারা সিনেমা ইন্ডাস্ট্রিতে মাদক সেবন করি অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে সরব হয়েছেন। এরপর সংসদের বাদল অধিবেশনে ভোজপুরি অভিনেতা রবি কিষেন ও জয়া বচ্চনের মধ্যে এই মাদক নিয়ে শুরু হয়েছে গোলযোগ।এর এই সুযোগে জয়া বচ্চেনর কন্যার নাম করে ওনার নাতনি নব্য নভেলির ২০১৬ সালের ছবি বিভ্রান্তিকর দাবি দিয়ে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

Result – Misleading

Our sources

India Today newshttps://www.indiatoday.in/movies/gossip/story/navya-naveli-nanda-amitabh-bachchan-birthday-making-out-356271-2016-12-07

Deccan Chronicle newshttps://www.deccanchronicle.com/entertainment/bollywood/091216/inside-pics-navya-navelis-parties-hard-with-saifs-daughter-sara-in-manhattan.html

Bollywood In Trendzhttps://www.youtube.com/watch?v=mvIihURs6Ps

Punjab kesri TV https://www.youtube.com/watch?v=DlWrnIrJA84

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular