শনিবার, ডিসেম্বর 28, 2024
শনিবার, ডিসেম্বর 28, 2024

HomeFact Checkহরিয়ানার পুরোহিতের মার খাওয়ার ভিডিও বাংলার ঘটনা বলে ভাইরাল হয়েছে সোশ্যাল...

হরিয়ানার পুরোহিতের মার খাওয়ার ভিডিও বাংলার ঘটনা বলে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি একটি ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে গুজরাটে অল্প বয়সী এক যুবক পুরোহিতকে অন্য যুবকরা মিলে ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক পিটিয়েছে। দাবি করা হয়েছে একটি মেয়ের সাথে অসভ্যতা করার জন্য ঢাবি গ্রামের এই পুরোহিতকে ব্যাট দিয়ে মারা হয়েছে।  

https://www.facebook.com/md.hasnainreza.399/videos/2822306418092556
https://www.facebook.com/ankitkumar.gautam.9277/videos/1000112863818031

Fact check / Verification 

পুরোহিতকে মারার এই ভিডিওটি গুজরাটের নয় হরিয়ানার ফাতেহাবাদের। কৈলাশ শর্মা নামের এই পুরোহিত যে আদতে মধ্যপ্রদেশের ছত্তরপুরের বাসিন্দা, খুড়তুতো ভাইয়ের সাথে হরিয়ানায় আসে এবং বিগত ছয় মাস ধরে ভট্টুর নামক স্থানের ঢাবি কালান গ্রামের শ্যাম বাবা মন্দিরে পূজা-অর্চনা করতো। যে যুবকেরা তাকে মেরেছে তাদের সাথে আগে থেকেই কৈলাশের গন্ডগোল ছিল। জানা যায় এই যুবকেরা এসে তাকে মন্দিরে ব্যাট রাখার জন্য বলে এবং কৈলাশ তা অগ্রাহ্য করার পর তাকে ব্যাট দিয়ে মারা হয়। Amar Ujala, Dainik Bhaskar থেকে এই ভিডিওর বিবরণ আমরা পাই। ছাড়াও ফাতেহাবাদের পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে এই কাণ্ডে দোষীদের গ্রেপ্তার করার টুইট পাই।  

https://twitter.com/fatehabadpolice/status/1324574769962905603

এই ঘটনা বাংলার বলে ভাইরাল হয়েছিল। দাবি করা হয়েছে বাংলায় নাকি জেহাদিরা এক পুরোহিতকে মারছে। পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এই ভাইরাল পোস্টের ছবি শেয়ার করে একে ফেক প্রমাণিত করেছে। হরিয়ানার ঘটনা বাংলার নাম করে ভাইরাল ও শেয়ার হয়েছে।  

Conclusion 

পুরোহিতকে ব্যাট দিয়ে মারার ঘটনা বাংলা বা গুজরাটের নয়। হরিয়ানার ঢাবি কালান নামক গ্রামের ঘটনাটিকে সোশ্যাল মিডিয়াতে ভুল দাবি নিয়ে শেয়ার করা হয়েছে।  

Result- Misleading

Our sources

Amar Ujala – https://www.amarujala.com/chandigarh/crime/video-of-beating-of-pujari-in-haryana-goes-viral-on-social-media

Dainik Bhaskar- https://www.bhaskar.com/local/haryana/news/fatehabad-haryana-priest-beaten-with-cricket-bat-very-hardly-in-fatehabad-police-arrested-four-accused-127888122.html

West bengal official tweet – https://twitter.com/WBPolice/status/1324237793434849280

Fatehabad police official tweet – https://twitter.com/fatehabadpolice/status/1324574769962905603

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular