শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeFact Checkস্মৃতি ইরানি ও আসউদ্দিন ওয়েইসি পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হলো

স্মৃতি ইরানি ও আসউদ্দিন ওয়েইসি পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হলো

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়াতে কেন্দ্রীয় সরকারের টেক্সটাইল, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের প্রধান স্মৃতি ইরানি ও অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাউদ্দিন ওয়েইসির একটি ছবি ভাইরাল হয়েছে এবং দাবি করা হচ্ছে বিজেপি ও মিম উপর উপর বিচ্ছিন্ন দেখালেও আসলে তাদের মধ্যে আঁতাত রয়েছে। টুইটার ও ফেসবুকে এই ছবি শেয়ার করে দাবি করা হয়েছে এই ছবির পেছনে আসল কারণ কি? 

Fact check / Verification 

ওয়েইসি এবং স্মৃতি ইরানির ২০১৬ সালের ছবি বর্তমানে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল হয়েছে। গুগলে ছবিটি খোঁজার পর জানা যায় ২০১৬ সালে পাওয়ারলুম সংক্রান্ত Powerloom Industry Stockholders’ Meeting-এ  যোগদান করেন হায়দ্রাবাদের মিম প্রধান ওয়েইসি। ওনার টুইটার থেকে ভাইরাল ছবিটি পাই যেখানে ছবিটি যে টুইটার ব্যবহারকারি শেয়ার করেছে তাকে উদ্দেশ্য করে টুইট করেছেন – আপনাদের পুরোনো পার্টি পাওয়ারলুম কে আয়োজিত মিটিংয়ে যোগদান করেননা আর না উত্তর প্রদেশ থেকে কোনো রিপোর্ট প্রকাশ করা হয় ওখানকার পাওয়ারলুম মালিকরা কতটা দেনায় ডুবে আছে। 

 এই টুইটটি ছাড়াও আরো অন্য একটি টুইট পাই যেখানে তিনি লিখেছেন যেখানে দেশের ৫০ লক্ষ পাওয়ারলুমের উপর ২কোটি মানুষ নির্ভর করে আছে আর সেই পাওয়ারলুমের অবস্থা সঙ্কটজনক। প্রতিটি টুইটের তারিখ ২০১৬ সালের অগাস্ট মাস।  

Conclusion 

বিজেপির অমেঠীর এমপি ও দেশের টেক্সটাইল, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের প্রধান স্মৃতি ইরানি ও হায়দ্রাবাদের অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাউদ্দিন ওয়েইসির ২০১৬ সালের পাওয়ারলুম সংক্রান্ত মিটিংয়ের ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল। 

Result – Misleading

Our sources

Asauddin Owaisi official tweetshttps://twitter.com/asadowaisi/status/767952559474561024 https://twitter.com/asadowaisi/status/767626536782557184

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular