শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeFact Checkস্কুটার চালনা শেখার জন্য শহরের রাস্তা বন্ধ করলেন মুখ্যমন্ত্রী? পুরোনো ভিডিও বিভ্রান্তিকর...

স্কুটার চালনা শেখার জন্য শহরের রাস্তা বন্ধ করলেন মুখ্যমন্ত্রী? পুরোনো ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বঙ্গের মুখ্যমন্ত্রীকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে স্কুটার চালনা শেখার জন্য শহরের রাস্তা বন্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ভিডিওতে দেখা যাচ্ছে কলকাতা শহরের একটি রাস্তায় সাদা পোশাকের পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের সহায়তায় ইলেকট্রিক স্কুটার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। 

ভিডিওটির সাথে দাবি করা হয়েছে – এই আমাদের কলকাতা, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্কুটার চালানো শিখবেন বলে সম্পূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে’

স্কুটার চালনা শেখার জন্য শহরের রাস্তা বন্ধ করলেন মুখ্যমন্ত্রী image 1
Courtesy: Facebook / agomoni.basu
স্কুটার চালনা শেখার জন্য শহরের রাস্তা বন্ধ করলেন মুখ্যমন্ত্রী image 2

Fact check / Verification 

সোশ্যাল মিডিয়াতে স্কুটার চালনা শেখার জন্য শহরের রাস্তা বন্ধ করলেন মুখ্যমন্ত্রী এই দাবিতে যে ভিডিও ভাইরাল হয়েছে তার সত্যতা জানার জন্য আমরা ফেসবুকে Mamata Banerjee Scooter কথাটি লিখে খোঁজার পর ABP আনন্দের একটি লিংক পাই যেখানে একই ভিডিও রয়েছে এবং তা আপলোড করা হয়েছে ২০২১ সালের ২৫শে ফেব্রুয়ারিতে।

স্কুটার চালনা শেখার জন্য শহরের রাস্তা বন্ধ করলেন মুখ্যমন্ত্রী image 3

‘Mamata on E-Scooter: ‘পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পিছনে রহস্যের খেলা আছে’ শীর্ষক সমেত এই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা নীল পারে শাড়ি পরে মমতা ব্যানার্জী মেয়র ফিরহাদ হাকিমের সহায়তায় হাওড়ার রাস্তায় বিদ্যুৎ চালিত স্কুটার চালনা শিখছেন। সাথে রয়েছেন ওনার নিরাপত্তা রক্ষীরা ও কলকাতা পুলিশ। 

ABP আনন্দ ছাড়াও আমরা জী ২৪ ঘন্টার ভিডিও পাই। এখানে বলা হয়েছে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ব্যাটারি চালিত স্কুটারে চেপে নবান্ন থেকে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ২০২১ সালে কেন্দ্রীয় সরকার জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম আচমকা বৃদ্ধি করার কারণে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র ফিরহাদ হাকিম প্রথমে সদ্য কেনা বিদ্যুৎ চালিত স্কুটারে বসিয়ে নবান্নে নিয়ে যান। এবং সেখান থেকে অপটু হাতে স্কুটার চালিয়ে নিজের বাড়ি কালীঘাটে ফেরেন মুখ্যমন্ত্রী। 

স্কুটার চালনা শেখার জন্য শহরের রাস্তা বন্ধ করলেন মুখ্যমন্ত্রী image 4
Courtesy: Facebook / Zee24Ghanta

স্কুটার চালনা শেখার জন্য শহরের রাস্তা বন্ধ করলেন মুখ্যমন্ত্রী বিভ্রান্তিকর দাবি ছড়ালো সোশ্যাল মিডিয়াতে 

Times of IndiaThe Telegraph এর রিপোর্ট অনুসারে কালীঘাটে ফিরে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন স্কুটার চালানো বেশ সহজ বিষয়। প্রথম দিনেই তিনি এতটা রাস্তা চালালেন, এবার তো যেখানে সেখানে পৌঁছে যাবেন স্ক্যুটিতে চেপে। এর সাথে তিনি কেন্দ্রের দিকে তোপ দেগে বলেন যখন বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেশি ছিল তখন দেশে জ্বালানি তেলের দাম ছিল আর এখন যখন বিশ্ব বাজারে তেলের দাম  কমেছে  তখন দেশের কেন্দ্রীয় সরকার তার দাম বৃদ্ধি করেছে। আগে রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা ছিল যা বর্তমানে দ্বিগুন হয়েছে। যাদের বাড়িতে দুটি গ্যাস সিলিন্ডার ব্যবহার হয় তারা খাবে কি আর গ্যাস কিনবে কি করে? 

স্কুটার চালনা শেখার জন্য শহরের রাস্তা বন্ধ করলেন মুখ্যমন্ত্রী image 5
Courtesy: Times of Indian

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি স্কুটার চালনা শেখার জন্য শহরের রাস্তা বন্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী – ভিডিওটি ২০২১ সালের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদের সময়ের।

Result: False

Our sources

ABP Ananda Facebook video of 25th Feb 2021
Zee 24Ghanta Facebook video of 25th Feb 2021
Times of India report published on 25th Feb 2021
The Telegraph report published on 26th Feb 2021


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular