শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeFact Checkভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গার আলোয় সেজে উঠলো বিভিন্ন দেশের বিখ্যাত...

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গার আলোয় সেজে উঠলো বিভিন্ন দেশের বিখ্যাত মিনার ? সোশ্যাল মিডিয়াতে ছড়ালো ভুল ছবি 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গার আলোয় সেজে উঠলো বিভিন্ন দেশের বিখ্যাত মিনার এই দাবিতে প্যারিসের আইফেল টাওয়ার, পিসার হেলানো মিনার, গ্রেট ব্রিটেনের বিগ বেনের মতো বেশ কিছু বিখ্যাত স্থানের ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলো ভাইরাল হওয়ার কারণ হলো এই মিনারগুলোর গায়ে ভারতের পতাকার তিনটি রং দেখা যাচ্ছে এবং ছবি গুলোকে ফেসবুকে পোস্ট করে কোথাও বলা হয়েছে – ‘সারা বিশ্ব ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। ভারতের তেরঙা, বিভিন্ন দেশ তাদের সেরা স্মৃতিস্তম্ভে প্রদর্শিত করছে’ তো কোথাও ৭৬তম স্বাধীনতা দিবস পালনের কথা বলা হয়েছে। 

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গার আলোয় সেজে উঠলো বিভিন্ন দেশের বিখ্যাত মিনার image 1
Courtesy: Facebook / bangladiscoverindia
ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গার আলোয় সেজে উঠলো বিভিন্ন দেশের বিখ্যাত মিনার image 2
Courtesy: Facebook / Tapati Chakraborty

Fact check / Verification 

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গার আলোয় সেজে উঠলো বিভিন্ন দেশের বিখ্যাত মিনার এই দাবিতে ভাইরাল হওয়া ছবিগুলোর সত্যতা যাচাই করার জন্য আমার ছবি গুলোর রিভার্স ইমেজ করি।  এই পর্যায়ে আমরা ‘FilterCopy’ র একটি ফেসবুক লিংক পাই যেখানে আমরা ব্রাজিলের ক্রিস্ট দা রিডিমারের গায়ে ভারতের পতাকার রঙের ছবিটি পাই। এই ছবি ২০১৭ সালে FilterCopy ফেসবুকে দেওয়া হয়েছে। একই ছবি এখন ভাইরাল হয়েছে ৭৬তম স্বাধীনতা দিবসের আবহে। এই ছবির ঠিক ডানদিকের নিচে লেখা রয়েছে এই ছবিটি এডিট করা হয়েছে।  

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গার আলোয় সেজে উঠলো বিভিন্ন দেশের বিখ্যাত মিনার image 3
Courtesy: FilterCopy

এখানেই আমরা আইফেল টাওয়ার, পিসার হেলানো মিনার, বিগ বেন, রোমের কলোসিয়াম ও আরো অন্যান্য ছবি পাই যাদের গায়ে ভারতের জাতীয় পাতাকার রং সম্পাদিত করে বসানো হয়েছে।  

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গার আলোয় সেজে উঠলো বিভিন্ন দেশের বিখ্যাত মিনার দাবিটি ভুল 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গার আলোয় সেজে উঠলো বিভিন্ন দেশের বিখ্যাত মিনার এই দাবিতে যে ছবিগুলো ভাইরাল হয়েছে তা কিছু সম্পাদিত করা।

Result: Altered Photo/Video

Fact check 2-

অন্যদিকে এই ছবির মধ্যে অস্ট্রেলিয়ার অপেরা হাউসের ছবিও রয়েছে যার গায়ে রয়েছে ভারতের জাতীয় পতাকার রং। টুইটারে আমরা Barry O’Farrell AO যিনি ভারতে অস্ট্রেলিয়ার হাই কমিশনার, তিনি অপেরা হাউস ও অপটাস স্টেডিয়ামের ছবি টুইট করে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এখানে আমরা অপেরা হাউসের তিরঙ্গা সাজের ছবিটি পাই। অর্থাৎ ছবিটি এই বছরের।  

ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গার আলোয় সেজে উঠলো বিভিন্ন দেশের বিখ্যাত মিনার এইখানে আমরা দুবাইয়ের এডনক গুপের টাওয়ারের একটি ছবি ও পেয়েছি সাথে রয়েছে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ছবিও। এই ছবিটি ২০২০ সালে ইউনাইটেড আরব এমিরেটস এ ভারতীয় দূতাবাসের টুইটার পেজ থেকে পোস্ট করা হয়েছিল। এখানে এডনক গুপের টাওয়ার ও বুর্জ খলিফার ছবিও রয়েছে। ৭৪তম স্বাধীনতা দিবসের উপলক্ষে ভারতের জাতীয় পতাকার রঙের আলোয় সেজে উঠেছিল এই টাওয়ার দুটি।  

ANI এর ২০২০ সালের টুইটে আমার নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ছবি পাই। 

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গার আলোয় সেজে উঠলো বিভিন্ন দেশের বিখ্যাত মিনার এই দাবিতে যে ছবিগুলো ভাইরাল হয়েছে তা কিছু কিছু পুরোনো।  

Result: Partly False

Our sources

ANI‘s 2020 tweet
India in UAE official tweet
FilterCopy’s 2017 posts


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular