Authors
Claim: ভারতের বন্যা পরিস্থিতির ছবি ভাইরাল
Fact: সাম্প্রতিক বন্যার নামে বেশকিছু পুরোনো ও অপ্রাসঙ্গিক বন্যার ভিডিও ভাইরাল হয়েছে
ফেসবুকে ভারতে বন্যার আবহে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার বিধ্বংসী রূপের ছবি ভাইরাল হয়েছে।
Fact check / Verification
ভারতে বন্যার আবহে পুরোনো বন্যার ভিডিও পুনরায় ভাইরাল হয়েছে ফেসবুকে। ভাইরাল ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে শুধু পুরোনো ও অপ্রাসঙ্গিক বন্যার ভিডিও নয়, কিছু সিনেমার দৃশ্যও রয়েছে এই ভিডিওর মধ্যে। এখানে জানিয়ে রাখি আমরা সম্পূর্ণ ভিডিওটির দৃশ্যগুলোকে যাচাই করতে পারিনি।
দৃশ্য ১ – কাদা জল সমেত তীব্র জলের স্রোতের ভিডিও যেখানে একটি লাল রঙের বাড়ি চোখে পড়ছে সেটি ভারতের বন্যার নয়। গুগলে খোঁজার পর জানতে পারি এটি জাপানের ভিডিও। ২০২১ সালের ৩রা জুলাই একনাগাড়ে ভারী বর্ষণের ফলে জাপানের আতমী, শিজুওকা শহরে ধস নামে। এটি সেই ধসের ভিডিও। আসল ঘটনার ভিডিওটি আমরা The Sun এর ইউটিউব চ্যানেলে পাই।
দৃশ্য ২ – ধ্যানমগ্ন শিবের মূর্তির উপর দিয়ে তীব্রস্রোতে জল বয়ে যাওয়ার ভিডিওটি ২০১৩ সালের উত্তরাখণ্ডের। ভারতের ইতিহাসে ২০১৩ সালের জুন মাসে উত্তরাখণ্ডে বন্যার কারণে সবকিছু তছনছ হয়ে যায়। মেঘভাঙা বৃষ্টির কারণে উত্তরাখণ্ডে বন্যা ভয়াল রূপ নেয়। শিবের মূর্তির উপর দিয়ে বন্যার জল বয়ে যাওয়ার ছবিটির আমরা Times Of Indiaর ২০১৩ সালের বিধস্ত উত্তরখন্ডকে নিয়ে প্রকাশিত রিপোর্টে পাই।
দৃশ্য ৩ – আমেরিকার স্ট্যাটু অফ লিবার্টির ভেঙে জলে তলিয়ে যাওয়ার দৃশ্যও এই ভিডিওতে রয়েছে। ইউটিউবে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা একটি ভিডিওটি পাই যেখানে Statue Of Liberty Destroyed In Movies And Documentaries লেখাটিও পাই। ২০২২ সালের ৪ঠা অগাস্ট আপলোড করা এই ভিডিওটিতে হলিউডের কিছু ছবির দৃশ্য তুলে ধরা হয়েছে যেখানে স্ট্যাটু অফ লিবার্টির ভেঙে পড়ার দৃশ্য রয়েছে।ভিডিওটির ৩ মিনিট ৫ সেকেন্ডের মাথায় ভাইরাল দৃশ্যটি দেখি।
দৃশ্য ৪ – জলের তোড়ে গাড়ি ভেসে যাওয়ার ভিডিওটিও ভারতের নয়। ২০১১ সালে জাপানের ভয়ঙ্কর সুনামির ভিডিও। ভিডিওটি এখানে দেখা যেতে পারে।
Conclusion
আমাদের অনুসন্ধানে উঠে এসেছে ফেসবুকে ভারতে বন্যার আবহে পুরোনো বন্যার ভিডিও পুনরায় ভাইরাল হয়েছে। যার মধ্যে কিছু জাপানের সুনামি সম্পর্কিত।
Result – False
Sources
Report by The Sun, published in 3 July 2013
Report by The Times Of India, published in 19 June 2013
YouTube Video, published in 4 Aug 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।