রবিবার, অক্টোবর 13, 2024
রবিবার, অক্টোবর 13, 2024

HomeFact CheckFact check: তপশিলি উপজাতি পুরুষদের নগ্ন হয়ে প্রতিবাদের ভিডিও মণিপুরের নামে ভাইরাল 

Fact check: তপশিলি উপজাতি পুরুষদের নগ্ন হয়ে প্রতিবাদের ভিডিও মণিপুরের নামে ভাইরাল 

Authors

Pankaj Menon is a fact-checker based out of Delhi who enjoys ‘digital sleuthing’ and calling out misinformation. He has completed his MA in International Relations from Madras University and has worked with organisations like NDTV, Times Now and Deccan Chronicle online in the past.

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Claim

মণিপুরে চলা অশান্তির মধ্যে পুরুষরা নগ্ন হয়ে প্রতিবাদ শুরু করেছে। 

Fact

মণিপুরের দুই সম্প্রদায়ের মধ্যে চলা অশান্তির আবহে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে মনিপুরে একদল পুরুষ নগ্ন হয়ে প্রতিবাদ করছে। আমরা অনুসন্ধান করে জানতে পারি ভিডিওটির সাথে মণিপুরের কোনো সম্পর্ক নেই। ভিডিওটি মূলত ছত্তীশগড়ের। 

গুগলে ভাইরাল ভিডিও সংক্রান্ত কিছু কীওয়ার্ড দিয়ে খোঁজার পর বেশকিছু মিডিয়া রিপোর্ট ও ভিডিও পাই। 

ছত্তিশগড়ের বিধানসভার সামনে তপশিলি উপজাতি একদল পুরুষ সম্পূর্ণ বিবস্ত্র হয়ে ভুয়ো জাতির সার্টিফিকেট দেখিয়ে সরকারি চাকরিজীবিদের বিরুদ্ধে জমা হয়। NDTVর ১৮ জুলাই ২০২৩ শের রিপোর্টে আমরা এই ঘটনার কথা জানতে পারি। NDTV ছাড়াও Times Of India, AajTakDainik Bhaskar এর রিপোর্টেও এই ঘটনার বিবরণ পেয়েছি। 

Zee News ও News18এ আমরা এই ভাইরাল ভিডিওটিকে পাই। 

Result- False 

Sources
Report by NDTV, dated July 18, 2023
Report by Times Of India, dated July 18, 2023
Report by Aaj Tak, dated July 18, 2023
Report by Dainik Bhaskar, dated July 18, 2023


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

Pankaj Menon is a fact-checker based out of Delhi who enjoys ‘digital sleuthing’ and calling out misinformation. He has completed his MA in International Relations from Madras University and has worked with organisations like NDTV, Times Now and Deccan Chronicle online in the past.

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular