Authors
Claim: নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন দাবি করেছন সেমিফাইনালে ভারত পিচ বদল করে টসে দুর্নীতি করেছে
Fact: এমন ধরণের কোনো দাবি করেননি কেন, পোস্টকার্ডটি ভুয়ো
ফেসবুকে ভারত ও নিউজিল্যান্ডের সেমিফাইনালের পর একটি পোস্টকার্ড ভাইরাল হয়েছে SportsX থেকে যেখানে বলা হয়েছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন দাবি করেছেন সেমিফাইনালের আগে ভারত মাঠের পিচ বদলে দিয়েছে সাথে টসে কারচুপিও করেছে।
Fact check/ Verification
ভারতের বিরুদ্ধে পিচ বদল ও টসে দুর্নীতির অভিযোগ এনেছেন কেন উইলিয়ামসন এই দাবিটি ভুল।
গুগলে অনুসন্ধান করে আমরা এই ধরণের কোনো খবর পাইনি। বরং একই খেলার মাঠে পুরোনো উইকেট নিয়ে সেমিফাইনাল ম্যাচ হয়েছে এবং আন্তর্জাতিক মিডিয়া সেই নিয়ে BCCI কে তুলোধোনা করেছে, ভারত নাকি এতে বেশি সুবিধা পেয়েছে।
যদিও এই সমস্ত দাবি এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন কেন উইলিয়ামসন নিজেই। তিনি সাংবাদিকদের সামনে পরিষ্কার করেছেন, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে পুরোনো উইকেট নিয়ে ভারতে বিরুদ্ধে খেলতে নামার সাথে দলের হারজিতের কোনো সম্পর্ক নেই। ওয়াংখেড়েরের পিচ যথেষ্ট ভালো, দুটি দলই নিজের সেরাটা দিয়ে খেলেছে।
অন্যদিকে সেমিফাইনালে ভারতের কাছে হারের পরেও স্পোর্টসম্যানশিপ বজায় রেখে ভারতীয় ক্রিকেট দলের, বিশেষত শচীন তেন্ডুলকারের ৫০ রানের রেকর্ড ভেঙে ফেলা বিরাট কোহলির প্রশংসা করেছে কেন। তিনি জানিয়েছেন বিরাটের খেলা আগেও দেখেছি, কিন্তু দিন দিন বিরাট দক্ষ হয়ে উঠছে, এবং এই জন্য ফাইনালের প্রতিপক্ষকে সাবধানে খেলার পরামর্শও দিয়েছেন।
যদিও টস হওয়ার পর নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন সন্তুষ্ট ছিলেন না ফলাফল নিয়ে, কারণ এর আগেও ভারত ও নিউজিল্যান্ডের টসে সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি হেরে গিয়েছিলো, কিন্তু ২০২৩ এর ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে রোহিত শর্মার হাত ধরে টসে জিত আনে ভারত ও ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ভারতের বিরুদ্ধে পিচ বদল ও টসে দুর্নীতির অভিযোগ এনেছেন কেন উইলিয়ামসন এই দাবিটি মিথ্যা। নিউজিল্যান্ডের খেলোয়াড় কেন নিজেই পিচের দাবি উড়িয়ে দিয়েছেন।
Result: False
Sources
Report published by HindustanTimes Bangla, 16Nov 2023
Report published by Wion, 16Nov 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।