Authors
কয়েকমাস ধরে চলা লোকসভার ভোট-পর্ব শেষ হলেও এখনও ফেক নিউজের তাণ্ডব কমেনি। গোটা সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দাবিগুলোর সত্যতা, এবারের Weekly Wrap-তে জানুন।
এক্সিট পোলের রিপোর্ট পরিবর্তন করল এবিপি আনন্দ? ভাইরাল দাবির সত্যতা জানুন
এবিপি আনন্দ তাদের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের রিপোর্ট পরিবর্তন করেছে এই দাবিটি সত্যি নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
লোকসভা ভোটের আগে রাজ্যবাসীর জন্য ‘ফ্রি রিচার্জ’ প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রীর? ভাইরাল পোস্টের সত্যতা জানুন
ভাইরাল দাবিটা সত্যি নয়। বরং সেটা একটি স্ক্যাম বা লোক ঠাকনোর ফন্দি।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
I.N.D.I জোটে যোগ দেওয়ার জন্য রাহুল, খাড়্গে ও তেজস্বীদের সঙ্গে বৈঠকে নীতিশ? ভাইরাল ছবির সত্য়তা জানুন
রাহুল, খাড়্গে ও তেজস্বীর সঙ্গে নীতিশ কুমারের ছবিটি সাম্প্রতিক নয়, বরং পুরনো। ওই ছবিটিকেই ভুল ব্যাখ্যা-সহযোগে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
তৃতীয় মোদি সরকার গঠনের আগে মমতা-নীতিশ বৈঠক? না, সোশ্যাল মিডিয়ায় ছড়ালো পুরনো ছবি
মমতা-নীতিশের সাক্ষাতের ছবিটি সাম্প্রতিক নয়, বরং পুরনো।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।
পুরনো বিজ্ঞাপনের ছবি কঙ্গনার গালে থাপ্পড়ের দাগ বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
ভাইরাল ছবিটি কঙ্গনা রানাওয়াতের গালে থাপ্পড়ের দাগ নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।