শনিবার, সেপ্টেম্বর 28, 2024
শনিবার, সেপ্টেম্বর 28, 2024

HomeFact CheckFact Check: ইদের আবহে পশ্চিমবঙ্গের নাম করে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো বাংলাদেশের ঢাকায়...

Fact Check: ইদের আবহে পশ্চিমবঙ্গের নাম করে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো বাংলাদেশের ঢাকায় গোহত্যার নির্মম ভিডিয়ো

Claim: ভিডিয়োতে দেখা যাচ্ছে ইদের দিন পশ্চিমবঙ্গে শয়ে শয়ে গোহত্যা করা হচ্ছে।

Fact: পশ্চিমবঙ্গের নয়, ওটা এক বছর আগে বাংলাদেশের ঢাকার ভিডিয়ো।

ইদের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি নৃশংস ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে কোনও একটি হাউজিং সোসাইটির মধ্যে শয়ে শয়ে গরুকে হত্যা করা হয়েছে। লাল রক্তে ভেসে গিয়েছে গোটা রাস্তা। ১ মিনিট ২১ সেকেন্ডের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গের কোনও একটি হাউজিং সোসাইটিতে ঘটনাটি ঘটেছে।

এই ধরনের আরও পোস্ট দেখা যাবে এখানে, এখানেএখানে

Fact Check/Verification

আমরা ভিডিয়োগুলোর রিপ্লাই সেকশনে চোখ রাখলে দেখতে পাই অনেকেই সেখানে জানিয়েছেন যে, ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়, বরং বাংলাদেশের

এরপর ভিডিয়োটির উপরে “@AshwiniSahaya” নামের একটি ওয়াটারমার্ক আমাদের চোখে পড়ে। 

সেই সূত্র ধরে অশ্বিনী শ্রীবাস্তবের এক্স হ্যান্ডেলে ভিডিয়োটি আমরা খুঁজে পাই। যেটা ২০২৩ সালের পয়লা জুলাই পোস্ট করা হয়েছিল। ইংরেজিতে পোস্টের মাথায় লেখা ছিল, “হিন্দুরা ভারতে দোল উৎসব পালন করছে? না এটি বখরি ইদ ২০২৩ সালে ঢাকার একটি হাউজিং সোসাইটির চিত্র।”

এরপর “residential apartments/flats/housing building in Dhaka” বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে আমরা ইউটিউবে Kazi Muneem Rahman এর একটি ভিডিয়ো খুঁজে পাই। যেখানে ঢাকার মীরপুরে অবস্থিত স্বপ্নগড় নামের একটি অসমাপ্ত হাউজিং সোসাইটি আমাদের নজরে পড়ে।

ওই সোসাইটির বিল্ডিং ও অন্যান্য অনেক জিনিসের সঙ্গে ভাইরাল ভিডিয়োর মিল পাওয়া যায়, যা নীচে দেওয়া হল-

Amar Chokh নামের আরও একটি চ্যানেলে স্বপ্নগড় প্রজেক্টের অ্যানিমেটেড ভিডিয়ো খুঁজে পাওয়া যায়। 

এরপর ওই অ্যানিমেটেড ভিডিয়োটির বিল্ডিংয়ের কাঠামোর সঙ্গে ভাইরাল ভিডিয়োর বিল্ডিংয়ের কাঠামোর তুলনা করলেও বহু মিল পাওয়া যায়।

Google Earth View-এর সাহায্য নিয়েও মীরপুরের স্বপ্নগড় রেসিডেনশিয়াল ফ্ল্য়াট প্রজেক্টের সঙ্গে ভাইরাল ভিডিয়োর বিল্ডিংয়ের আরও মিল আমাদের নজরে পড়ে এবং আমরা সঠিক জায়গাটিও খুঁজে বের করি।

Conclusion

সুতরাং এখান থেকেই প্রমাণিত হয় যে, ভাইরাল ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়। বরং সেটি বাংলাদেশের ঢাকার মীরপুরের।

Result: False

Most Popular