বুধবার, জানুয়ারি 1, 2025
বুধবার, জানুয়ারি 1, 2025

HomeFact CheckWeekly Wrap: মনমোহন সিংয়ের শেষ ছবি থেকে মহিলাদের জন্য় মোদীর বড় ঘোষণা!...

Weekly Wrap: মনমোহন সিংয়ের শেষ ছবি থেকে মহিলাদের জন্য় মোদীর বড় ঘোষণা! ওপার বাংলায় অশান্তির আবহে ভাইরাল ভুয়ো খবরের সত্য়তা জানুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান থেকে বৈষম্য়বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী! চলতি সপ্তাহে ভুয়ো খবরের শিকার হয়েছেন সদ্য়প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীভাবে? বিস্তারিত জানুন এখানে।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষ মুহূর্ত দাবি করে সোশ্য়াল মিডিয়ায় ছড়ালো পুরনো ছবি

মনমোহন সিংয়ের শেষ ছবি দাবি করে যা সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, সেটি ২০২১ সালের পুরনো ছবি।  

সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

বেসুরে গান গেয়ে ভাইরাল হওয়া মহিলা বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেত্রী নন, জানুন পরিচয়

মঞ্চে যিনি বেসুরে বাংলা গান গাইছেন তিনি বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী নন, বরং টলিউডের একজন সিরিয়াল অভিনেত্রী।

সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

দেশের মহিলাদের অ্য়াকাউন্টে মাসিক ২৫০০ টাকার ঘোষণা প্রধানমন্ত্রীর? জানুন আসল সত্য়িটা

 ‘ম্য়াই-বেহান মান যোজনা’ প্রকল্পটি, মোদীর ঘোষণা করা কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্প নয়। বরং সেটি আরজেডি নেতা তেজস্বী যাদব বিহারের মহিলাদের জন্য় ঘোষণা করেছেন।

সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

বাংলাদেশে ‘হিন্দু-নিগ্রহ’ অভিযোগের মাঝে ইউনুসের সঙ্গে দেখা করলেন মোদী? ভাইরাল ছবিটির সত্য়তা জানুন

মোদী-ইউনুসের সাক্ষাতের ছবিটি ৯ বছর পুরনো।

সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

এটা কি জয়পুরে এলপিজি গাড়ি বিস্ফোরণের ভিডিয়ো? জানুন আসল সত্য

এটি জয়পুরে কোনও এলপিজি গাড়ি বিস্ফোরণের ভিডিয়ো নয়। বরং ২০২০ সালে লেবাননে বিস্ফোরণের ভিডিয়ো।

সম্পূর্ণ প্রতিবেদিনটি এখানে পড়ুন।

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular